কারণ-দীর্ঘ কুড়ি বছর ধরে ডুডুয়া নদীর ওপর সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা।কিন্তু পাকা সেতু আর মেলেনি।এদিন এই ঘটনা ঘটায় ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। বর্তমানে পাঁচ থেকে ছয় কিমি পথ ঘুরপথে শিলবাড়ি ঘাট হয়ে ধূপগুড়ি এবং খগেনহাট যেতে হবে। নয়তো আংরাভাসা হয়ে ধুপগুড়ি তে যেতে হবে। এতটা ঘুরপথ হয়ে কেউই ধূপগুড়ি,খগেনহাট যেতে চাইছেন না।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে দুর্ঘটনার বলি বেপরোয়া বাইক চালক
বাঁশের সাঁকো মেরামত না হলে ডুডুয়া নদীতে নৌকা নামানোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। প্রশান্ত রায় নামের এক এলাকাবাসী জানান,\"প্রতিদিনের ন্যায় সকালবেলা এসেছিলাম সাধুরঘাটে।এসেই দেখি জলের তোড়ে ভেসে গিয়েছে সাঁকোর বেশ কিছু অংশ।আর কি করব ঘুরপথেই যেতে হবে ধূপগুড়িতে।\"
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ফালাকাটা জটেশ্বরে গরুহাটিতে জল জমায় সমস্যায় ব্যবসায়ীরা
ফালাকাটা ব্লকের সাধুরঘাট প্রায় চল্লিশ বছরের পুরোনো।কুড়ি বছর আগে তৈরি হয় বাঁশের সাঁকো। তার আগে সাধুরঘাটে পারাপারের জন্য ব্যবহার হতো নৌকার। ঘাটের মালিক সাধু রায়ের দাবি, \"ধুপগুড়ি ও খগেনহাট এলাকার মোট ১ হাজার লোক দৈনিক এই পথে যাতায়াত করেন। জনগণের সুবিধার্থে শীঘ্রই নদীতে নৌকা নামানো হবে বলে তিনি জানান।\"
Ananya Dey