আরও পড়ুন: পুজোয় ২০ শতাংশ বোনাসের দাবি চা বাগানে
আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের মাথায় জুড়ল নতুন পালক। এবারে এক ছাদের নিচে রোগীদের বিনামুল্যে প্রায় ১৫ রকমের রক্ত পরীক্ষা করা হবে। উন্নতমানের যন্ত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হাসপাতালে। এসেছেন ল্যাব টেকনিশিয়ান এবং চিকিৎসকরা। জানা গিয়েছে ব্লাড গ্রুপ, ইউরিন, সিবিসি, সোডিয়াম, পটাশিয়াম, সুগার, থ্যালাসেমিয়া সহ একাধিক রক্ত পরীক্ষা করা হবে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে।
advertisement
উল্লেখ্য অসম-বাংলা সীমান্তবর্তী কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিদিন চার থেকে পাঁচশো রোগী পরিষেবা নিতে আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই উন্নত মানের ল্যাব তৈরি করা হয়েছে। এছাড়াও পরিষেবা মিলবে জরুরি ভিত্তিতে ।এই পরিষেবা কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চালু হওয়ায় খুশি এলাকাবাসীরা। এই বিষয়ে কুমারগ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌম্য গায়েন বলেন, ১৫ ধরনের রক্তের পরীক্ষা করা হবে বিনামুল্যে। কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রতিদিন আউটডোরের সময় সকাল থেকে দুপুর পর্যন্ত রোগীদের দেওয়া হবে এই পরিষেবা। জরুরি ভিত্তিতে এই পরিষেবা মিলবে চিকিৎসক লিখে দিলে।
অনন্যা দে