TRENDING:

Alipurduar News: অভিযান চালালও বন দফতর! উদ্ধার বেআইনি কাঠের আসবাবপত্র ও কাঠ

Last Updated:

কালচিনি ব্লকের মেচপাড়া ও চিঞ্চুলা চা বাগানে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল‍্যের কাঠের আসবাবপত্র ও কাঠ উদ্ধার করল বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: অবৈধ কাঠ দিয়ে গড়ে তোলা হচ্ছিল আসবাবপত্র। তার জন্য কারখানাও তৈরি হয়েছিল। বনদফতরের অভিযানে বাজেয়াপ্ত হল সব কিছু। কালচিনি ব্লকের মেচপাড়া ও চিঞ্চুলা চা বাগানে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকা মূল‍্যের কাঠের আসবাবপত্র ও কাঠ উদ্ধার করল বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের হ‍্যমিল্টণগঞ্জ রেঞ্জ,পানা রেঞ্জ, নিমতি রেঞ্জ, রাজাভাতখাওয়া রেঞ্জ ও পুলিশ যৌথ অভিযান চালায় মেচপাড়া চা বাগান ও চিঞ্চুলা চা বাগানে।
advertisement

শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রচুর সেগুন কাঠের আসবাবপত্র ও সেই সঙ্গে সেগুন কাঠ, শাল কাঠ উদ্ধার হয়। তার পাশাপাশি একটি অবৈধ কাঠের আসবাবপত্রের কারখানার হদিশ মিলেছে। যদিও তদন্তের স্বার্থে বনদফতরের আধিকারিকরা এখনও সবকিছু তথ‍্য জানাননি। বনদফতরের পানা রেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানান এদিন প্রচুর কাঠের আসবাবপত্র ও কাঠ উদ্ধার হয়েছে, অভিযান চলছে।

advertisement

আরও পড়ুন ঃ থামছে না সেন্ট্রাল ডুয়ার্সের নদী ভাঙন, চরম সমস্যায় এলাকাবাসী

অপরদিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গাছ কেটে বাইকে করে কাঠ পাচারের সময় ভাতখাওয়া চা বাগান থেকে হাতেনাতে একজন পাচারকারীকে ধরে ফেলে রাজাভাতখাওয়া রেঞ্জ। এই বিষয়ে রাজভাতখাওয়া রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান হ‍্যমিল্টনগঞ্জের বাসিন্দা, পুনুয়া তুরি নামের এক পাচারকারীকে গ্ৰেফতার করা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অভিযান চালালও বন দফতর! উদ্ধার বেআইনি কাঠের আসবাবপত্র ও কাঠ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল