শনিবার দুপুরে অভিযান চালিয়ে প্রচুর সেগুন কাঠের আসবাবপত্র ও সেই সঙ্গে সেগুন কাঠ, শাল কাঠ উদ্ধার হয়। তার পাশাপাশি একটি অবৈধ কাঠের আসবাবপত্রের কারখানার হদিশ মিলেছে। যদিও তদন্তের স্বার্থে বনদফতরের আধিকারিকরা এখনও সবকিছু তথ্য জানাননি। বনদফতরের পানা রেঞ্জ অফিসার অর্ণব চৌধুরী জানান এদিন প্রচুর কাঠের আসবাবপত্র ও কাঠ উদ্ধার হয়েছে, অভিযান চলছে।
advertisement
আরও পড়ুন ঃ থামছে না সেন্ট্রাল ডুয়ার্সের নদী ভাঙন, চরম সমস্যায় এলাকাবাসী
অপরদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গাছ কেটে বাইকে করে কাঠ পাচারের সময় ভাতখাওয়া চা বাগান থেকে হাতেনাতে একজন পাচারকারীকে ধরে ফেলে রাজাভাতখাওয়া রেঞ্জ। এই বিষয়ে রাজভাতখাওয়া রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান হ্যমিল্টনগঞ্জের বাসিন্দা, পুনুয়া তুরি নামের এক পাচারকারীকে গ্ৰেফতার করা হয়।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 7:45 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অভিযান চালালও বন দফতর! উদ্ধার বেআইনি কাঠের আসবাবপত্র ও কাঠ