ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, “মণ্ডপটির মাধ্যমে মায়ার বাঁধন তৈরির চেষ্টা করা হচ্ছে।ব্যস্ততম জগতে মায়া হারিয়ে যাচ্ছে।ছোট ছোট জিনিস ব্যবহার করে শৈশব মনে করানর চেষ্টা করা হবে দর্শনার্থীদের।”
আরও পড়ুন: মাত্র ২০ টাকায় সুস্বাদু বাটার নান! কোথায় রয়েছে এই রেস্তরাঁ? জানুন!
আরও পড়ুন: ফুলবাড়ির চার যুবকের কোনও খোঁজ নেই, সিকিমে গিয়ে গেল কোথায়!
advertisement
মণ্ডপে কোনও দাহ্য বস্তু ব্যবহার করা হয়নি বলে জানা যায়। সুতোর কাজ হয়েছে। সেগুলো লোহার ফ্রেমে বসানো হয়েছে।প্লাস্টিক,থার্মোকল ব্যবহৃত হয়নি। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করা হয়েছে। পুজো মণ্ডপের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, তার জন্য রাখা হবে প্রচুর ভলেন্টিয়ার।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 4:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: বিশেষ কায়দায় তৈরি হচ্ছে এই মণ্ডপ! ঢুকলেই হারিয়ে যাবেন মায়াজালে, কোথায় যেতে হবে