TRENDING:

Durga Puja 2023: বিশেষ কায়দায় তৈরি হচ্ছে এই মণ্ডপ! ঢুকলেই হারিয়ে যাবেন মায়াজালে, কোথায় যেতে হবে

Last Updated:

Durga Puja 2023: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা থিমের ভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপজুড়ে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ফালাকাটা মশলাপট্টির পুজো দেখলে ধাঁধিয়ে যাবে দর্শনার্থীদের চোখ। থিম মায়াজালে নানা রঙের সুতোর কাজ ফুটিয়ে তোলা হয়েছে। ফালাকাটার অন‍্যতম মশলাপট্টির পুজো। প্রতিবারই অভিনব থিম দর্শনার্থীদের সামনে নিয়ে আসে এই ক্লাব। পাশাপাশি সমাজসেবাতেও নজির রেখেছে এই ক্লাব। এ বারের পুজো ৫২ তম বর্ষে পদার্পণ করছে। থিম রাখা হয়েছে ‘মায়াজাল’। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা থিমের ভাবনা ফুটিয়ে তুলছেন মণ্ডপজুড়ে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
advertisement

ক্লাবের পক্ষ থেকে শুভব্রত দে জানান, “মণ্ডপটির মাধ‍্যমে মায়ার বাঁধন তৈরির চেষ্টা করা হচ্ছে।ব‍্যস্ততম জগতে মায়া হারিয়ে যাচ্ছে।ছোট ছোট জিনিস ব‍্যবহার করে শৈশব মনে করানর চেষ্টা করা হবে দর্শনার্থীদের।”

আরও পড়ুন: মাত্র ২০ টাকায় সুস্বাদু বাটার নান! কোথায় রয়েছে এই রেস্তরাঁ? জানুন!

আরও পড়ুন: ফুলবাড়ির চার যুবকের কোনও খোঁজ নেই, সিকিমে গিয়ে গেল কোথায়!

advertisement

মণ্ডপে কোনও দাহ‍্য বস্তু ব‍্যবহার করা হয়নি বলে জানা যায়। সুতোর কাজ হয়েছে। সেগুলো লোহার ফ্রেমে বসানো হয়েছে।প্লাস্টিক,থার্মোকল ব‍্যবহৃত হয়নি। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি করা হয়েছে। পুজো মণ্ডপের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, তার জন‍্য রাখা হবে প্রচুর ভলেন্টিয়ার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: বিশেষ কায়দায় তৈরি হচ্ছে এই মণ্ডপ! ঢুকলেই হারিয়ে যাবেন মায়াজালে, কোথায় যেতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল