Sikkim Flash Flood: ফুলবাড়ির চার যুবকের কোনও খোঁজ নেই, সিকিমে গিয়ে গেল কোথায়!

Last Updated:

Sikkim Flash Flood: এক সপ্তাহ কেটে গেলেও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না ফুলবাড়ির চার যুবকের। তারা কোথায় আছে, কেমন আছে,সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিন কাটাচ্ছেন তাদের পরিবার।

+
নিখোঁজ

নিখোঁজ সনতের স্ত্রী ও মা 

শিলিগুড়ি: সিকিমের হড়পা বানে বিপর্যস্ত জনজীবন। তিস্তার জলে ভেসে গিয়েছে বহু মানুষ।সেনাবাহিনীর লোকেরা দিনরাত উদ্ধার কার্যে লিপ্ত রয়েছে। কত মানুষ প্রিয়জন হারানোর বেদনায় কাতর হয়ে রয়েছেন। ঠিক তেমনই ফুলবাড়ির সনত রায়ের পরিবারের লোকের ঘুম উড়ে গিয়েছে।
স্বামীর অপেক্ষায় দিন কাটাচ্ছেন স্ত্রী । ছেলেকে দেখতে না পেয়ে বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধা মা। দু’মাস আগে সিকিমের লাচেনে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন পুটিমারি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সনথ রায়। তার সঙ্গে গিয়েছিলেন একই পাড়ার আর‌ও তিনজন বাসিন্দা।এখনও নিখোঁজ রয়েছে ফুলবাড়ির ওই চার যুবক।
advertisement
advertisement
শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি ডাঙ্গাপাড়া এলাকার সনত রায়,জয় চন্দ্র রায় সহ আর‌ও দুই যুবক সিকিমের লাচেনে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল মাস দেড়েক আগে। গত ৩ রা অক্টোবর রাতে আচমকাই সিকিমের লোনাক লেক বিপর্যয়ের ফলে তছনছ হয়ে যায় সিকিমের বিস্তীর্ণ এলাকা। তার পরদিন সকালে সংবাদ মাধ্যমে সেই খবর শুনে আঁতকে ওঠেন সকলেই। এদিকে এক সপ্তাহ কেটে গেলেও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না ফুলবাড়ির ওই চার যুবকের। তারা কোথায় আছে, কেমন আছে,সেই চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিন কাটাচ্ছে তাদের পরিবার।
advertisement
এদিকে সনত রায়ের স্ত্রী রাধিকা রায় বলেন, “সিকিমে বন্যা বিপর্যয়ের আগের রাতে শেষ কথা হয়েছিল তারপর থেকে এই পর্যন্ত তাদের সঙ্গে আর কোন‌ও যোগাযোগ নেই।” স্থানীয় বাসিন্দা নিরু রায় জানান, “৩ তারিখ রাতে পরিবারের লোকের সঙ্গে শেষ কথা হয়েছিল সনত রায়ের। তারপর আর কোন খবর পাওয়া যায়নি । আমরাও অনেক যোগাযোগের চেষ্টা করেছি। তবে এখনও কোনও খবর মিলছে না ।” অবশেষে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে নিখোঁজের পরিবার।
advertisement
——- অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Flash Flood: ফুলবাড়ির চার যুবকের কোনও খোঁজ নেই, সিকিমে গিয়ে গেল কোথায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement