কেদারনাথ মন্দিরের আদলে যেহেতু মন্ডপ তৈরি হচ্ছে।তাই গত মাসের শেষের দিকে শুরু হয়েছে কাজ।বর্তমানে চলছে জোরকদমে চলছে কাজ।মন্ডপ শিল্পীরা এসেছেন আলিপুরদুয়ার থেকে। পুজো কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বাগচী জানান,কেদারনাথ মন্দির থিমে রাখা হয়েছে চা বলয়ের মানুষদের কথা ভেবে।অনেকেই তো যেতে পারেনা কেদারনাথ।
আরও পড়ুন: বোলপুরে অস্থায়ী ক্যাম্পে কী করছে সিবিআই? তুমুল চাঞ্চল্য, বড় রহস্য ফাঁসের অপেক্ষা
advertisement
তারা এই মন্ডপ দেখলে খুশি হবে। করোনা পরিস্থিতি পেরিয়ে এবারে দর্শনার্থীদের ভীড় উপচে পড়বে বলে তিনি আশাবাদী। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের এই মন্ডপ তৈরি হচ্ছে আট লক্ষ টাকা খরচ করে।মন্ডপের ভেতরে কেদারনাথ মন্দিরের ন্যায় বিভিন্ন মূর্তি রাখা হবে।আলোর ব্যবস্থা করবেন আলিপুরদুয়ারের আলোকশিল্পীরা। এছাড়াও মন্ডপের বাইরে লাইভ স্ট্যাচুর ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ৪০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো, দেবীর চারিদিকে সিংহবাহিনী! এক অনন্য পুজো
প্রায় পনেরোটি স্ট্যাচু রাখা হবে বলে এক পুজো কমিটির সদস্য জানান।রাজ্য সরকারের প্রকল্প চা সুন্দরী,রূপশ্রী-সহ বিভিন্ন প্রকল্পের বার্তা দেবে স্ট্যাচুগুলি। পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে যে গান বেঁধেছে রাজ্য সরকার।সেগুলি দর্শনার্থীদের শোনান হবে। যারা এই লাইভ স্ট্যাচু উপস্থাপনা করবেন তাদের সুযোগসুবিধার খেয়াল রাখবে পুজো কমিটির সদস্যরা।পুজো কমিটির তরফে আরও জানান হয়েছে দর্শনার্থীদের নিরাশ করা হবে না।এই পুজো জেলার সেরা পুজোর পাশাপাশি সকলের মনের পুজো হবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।
অনন্যা দে