বোলপুরে অস্থায়ী ক্যাম্পে কী করছে সিবিআই? তুমুল চাঞ্চল্য, বড় রহস্য ফাঁসের অপেক্ষা

Last Updated:

মূলত তাদের সঙ্গেই কথা বলেন বিশেষ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত তদন্তকারী আধিকারিকরা।

বোলপুরে অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের।
বোলপুরে অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের।
#বোলপুর: বোলপুরের অস্থায়ী ক্যাম্পে এখন কি করছেন সি বি আই আধিকারিকরা? শুক্রবার দুপুর পর্যন্ত অস্থায়ী ক্যাম্পে বসেই তদন্তের কাজ চালালেন সিবিআই এর আধিকারিকরা। এদিন কয়েক জনকে ডেকে পাঠানো হয়েছিল। মূলত তাদের সঙ্গেই কথা বলেন বিশেষ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত তদন্তকারী আধিকারিকরা।
ডেকে পাঠানো সকলেই ব্যাংকের কর্মী আধিকারিক বলে জানা গিয়েছে মূলত তাদের কাছ থেকে অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছিল সিবিআই। গত কাল ব্যাংক কর্মী আধিকারিকদের এই অস্থায়ী ক্যাম্পে আসতে দেখা গিয়েছিল আরো কিছু নথি জমা দিতে এই দিনও সিবিআই এর এই অস্থায়ী ক্যাম্পে আসেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চাকরির দারুণ সুযোগ, কাজে লাগান
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সি বি আই। প্রায় এক মাস ধরে বোলপুরের রতন কুটিতে অস্থায়ী ক্যাম্প করে এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। গত ১১ আগস্ট গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডল কে। তখন থেকেই এই অস্থায়ী ক্যাম্প রয়েছে। এর মাঝে বেশ কয়েকদিন সিবিআই আধিকারিকদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েক জনের বাড়িতে, রাইস মিলে অভিযানে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: অস্ত্র নাকি টিউবওয়েলের হাতল! আউশগ্রামের নৃশংস হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত বাংলা
সাধারণত সকাল সকাল অভিযানে বের হয় সিবিআই। সে জন্য বাড়তি ফোর্স আসে। এদিন সকাল থেকেই নিরাপত্তা রক্ষীদের আসতে দেখা যায়নি। তখনই ধরে নেওয়া হয়েছিল এদিন ক্যাম্পে বসেই তদন্তভার সামলাবেন সিবিআই আধিকারিকরা।
তদন্তে নেমে অনুব্রত ও তার ঘনিষ্ঠদের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত তথ্যই তারা এদিন খতিয়ে দেখেন। এ জন্য ব্যাংকগুলির কাছ থেকে বিস্তারিত নথি চাওয়া হয়েছিল। এদিন সকাল থেকেই ব্যাংক কর্মীদের নথি সহ রতন কুটিতে ঢুকতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। নথিপত্র খতিয়ে দেখে তারা। তবে এ ব্যাপারে সিবিআই বা ব্যাংক কর্তৃপক্ষ কেউই কোনও মন্তব্য করতে চাইনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোলপুরে অস্থায়ী ক্যাম্পে কী করছে সিবিআই? তুমুল চাঞ্চল্য, বড় রহস্য ফাঁসের অপেক্ষা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement