গাড়ি নিয়ে জল পার হতেও ভয় পাচ্ছেন চালকরা। গাড়ির ইঞ্জিনে জল ঢুকে গিয়ে গাড়ি বিকল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে দু'মাস আগে ফালাকাটায় চরতোর্ষা নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় বিস্তির্ণ এলাকা। ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় জাতীয় সড়কের ওপর ডাইভারশন। বন্ধ হয়ে যায় ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে যান চলাচল। এদিকে বেশকিছুদিন পর চরতোর্ষা নদীর জলস্তর না কমায় ডাইভারশন সংস্কারের কাজ শুরু করতে পারছিল না মহাসড়ক কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ 'ক্লিন জয়গাঁ' মিশন একমাত্র লক্ষ্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির, শুরু পাইলট প্রোজেক্ট
ফলে স্বাভাবিক হচ্ছিল না ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে যান চলাচল। এর ফলে সমস্যার মধ্যে পড়েছিলেন শালকুমারহাট, শিলবাড়িহাট, কালীপুর, বংশীধরপুর সহ নানা গ্রামীণ এলাকার কৃষক ও ব্যবসায়ীরা। এই অঞ্চলের বাসিন্দারা নির্ভরশীল ফালাকাটার ওপর। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই গ্রামগুলির উৎপাদিত ফসল কৃষকরা বিক্রির জন্য ফালাকাটা কিষান মান্ডিতে নিয়ে যেতে পারছিল না। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! বীচ চা বাগানের রাস্তা এমনই
চাষিদের কথা অনুযায়ী যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাজারে কম দামে কৃষিপণ্য বিক্রি করতে হচ্ছিল। লাগাতার বৃষ্টিতে সবজি খেতেরও ক্ষতি হয়েছে। এদিকে তোর্ষা খরস্রোতা নদী হওয়ায় ভুটান পাহাড়ে বৃষ্টির জল এই নদী দিয়ে বইছে। এজন্য জলস্তর বেড়ে গেলে সেভাবে কমেনা। যার ফলে রাস্তা মেরামতের কাজ করতে সে সময় মহাসড়ক কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
Annanya Dey