পরিবারের তরফে জানা গিয়েছে, এক বেসরকারি কোম্পানির অধীনে গাড়ি চালকের কাজ করেন বিকাশ ছেত্রী। তবে গত বুধবার থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এর ফলে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। এদিকে কোথায় যেতে হবে তা বুঝে উঠতে পারছে না বিকাশ ছেত্রীর স্ত্রী।
আরও পড়ুন: সূর্যের আলো সাদা অথচ ওই আলোতেই আকাশের রঙ দেখায় নীল, জানেন এর কারণ কী? চমকে যাবেন
advertisement
সরকারি হেল্প লাইন নম্বরে ফোন করেছিলেন কিন্তু স্বামীর খোঁজ পাননি তিনি সেখানেও। বিকাশ ছেত্রীর স্ত্রী সীতা ছেত্রী বলেন, ”গত মঙ্গলবার শিলিগুড়ি থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে সিকিমে গিয়েছিল। রাতে সেখানেই ছিল বিকাশ। সেই রাতেই শেষ আমার সঙ্গে কথা হয়েছে। এরপর আর যোগাযোগ করা যাচ্ছে না। আমার স্বামী বেঁচে আছেন কি না সেটাও তো জানি না।”
এদিকে যে কোম্পানিতে বিকাশ কাজ করতেন, তাঁর মালিক ফোন করে জানিয়েছেন হড়পা বানে গাড়ি-সহ চালকও ভেসে গিয়েছেন। এরপরে এখনও পর্যন্ত কোনও খবর পাননি তাঁরাও।
Annanya Dey