Why Sky is Blue: সূর্যের আলো সাদা অথচ ওই আলোতেই আকাশের রঙ দেখায় নীল, জানেন এর কারণ কী? চমকে যাবেন

Last Updated:
Why Sky is Blue: সূর্যের সাদা আলো আকাশে প্রতিফলিত হওয়ার পরেও সাদা না হয়ে আকাশ নীল কেন দেখায়? বহু বছর ধরে বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে নানা রকমের গবেষণা করছে।
1/7
কিছু কিছু ব্যাপার এমনও হয়, যা জানলেও আমাদের মেনে নিতে ইচ্ছা করে না। এই যেমন সূর্যের আলোর রঙের কথাই ধরা যাক না। সবাই জানি, তার মধ্যে একসঙ্গে মিশে আছে সাত রঙ, ওই মিশেলে রঙ আদতে সাদা, যদিও আমাদের তা হলুদ বলে মনে হয়।
কিছু কিছু ব্যাপার এমনও হয়, যা জানলেও আমাদের মেনে নিতে ইচ্ছা করে না। এই যেমন সূর্যের আলোর রঙের কথাই ধরা যাক না। সবাই জানি, তার মধ্যে একসঙ্গে মিশে আছে সাত রঙ, ওই মিশেলে রঙ আদতে সাদা, যদিও আমাদের তা হলুদ বলে মনে হয়।
advertisement
2/7
তা-ই যদি হবে, তাহলে সূর্যের সাদা আলো আকাশে প্রতিফলিত হওয়ার পরেও সাদা না হয়ে আকাশ নীল কেন দেখায়? বহু বছর ধরে বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে নানা রকমের গবেষণা করছে। এখনও পর্যন্ত মহাকাশের নানা বিষয় নিয়ে রহস্যের খোলসা হলেও মহাকাশের প্রায় অর্ধেকের বেশিই কিন্তু জানা যায়নি।
তা-ই যদি হবে, তাহলে সূর্যের সাদা আলো আকাশে প্রতিফলিত হওয়ার পরেও সাদা না হয়ে আকাশ নীল কেন দেখায়? বহু বছর ধরে বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে নানা রকমের গবেষণা করছে। এখনও পর্যন্ত মহাকাশের নানা বিষয় নিয়ে রহস্যের খোলসা হলেও মহাকাশের প্রায় অর্ধেকের বেশিই কিন্তু জানা যায়নি।
advertisement
3/7
তবে মহাকাশে পাঠানো নানা মহাকাশযান এবং বিজ্ঞানীদের গবেষণায় এ কথা প্রমাণ হয়েছে যে মহাকাশের যে অংশটিকে আমরা খালি চোখে দেখতে পাই তার রঙ কালো।
তবে মহাকাশে পাঠানো নানা মহাকাশযান এবং বিজ্ঞানীদের গবেষণায় এ কথা প্রমাণ হয়েছে যে মহাকাশের যে অংশটিকে আমরা খালি চোখে দেখতে পাই তার রঙ কালো।
advertisement
4/7
অথচ আমরা যখন আকাশের দিকে তাকিয়ে দেখি তখন আমাদের চোখে আকাশের নীলচে রঙই চোখে ভেসে ওঠে। তাহলে একই অবস্থানে থাকা দু’টো জিনিসের আলাদা আলাদা রঙ থাকে কেন? খুব কম মানুষই এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন।
অথচ আমরা যখন আকাশের দিকে তাকিয়ে দেখি তখন আমাদের চোখে আকাশের নীলচে রঙই চোখে ভেসে ওঠে। তাহলে একই অবস্থানে থাকা দু’টো জিনিসের আলাদা আলাদা রঙ থাকে কেন? খুব কম মানুষই এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন।
advertisement
5/7
সূর্যের আলো বায়ুমণ্ডলের নানা স্তর ভেদ করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়। সূর্যের আলোতে ইন্দ্রধনুর সাতটি রঙই বর্তমান থাকে। যখন সূর্যের আলো বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে তখন প্রতিটি রঙ নানা উপাদান-সহ নিজের নিজের ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য প্রকাশ করে।
সূর্যের আলো বায়ুমণ্ডলের নানা স্তর ভেদ করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়। সূর্যের আলোতে ইন্দ্রধনুর সাতটি রঙই বর্তমান থাকে। যখন সূর্যের আলো বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে তখন প্রতিটি রঙ নানা উপাদান-সহ নিজের নিজের ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য প্রকাশ করে।
advertisement
6/7
যেমন বেগুনি এবং নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম, আবার লালের ওয়েভলেংথ সবচেয়ে বেশি হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বেগুনি এবং নীল রঙ নিজেদের ওয়েভলেংথ প্রকাশ করে এবং সারা আকাশে ছড়িয়ে পড়ে।
যেমন বেগুনি এবং নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম, আবার লালের ওয়েভলেংথ সবচেয়ে বেশি হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বেগুনি এবং নীল রঙ নিজেদের ওয়েভলেংথ প্রকাশ করে এবং সারা আকাশে ছড়িয়ে পড়ে।
advertisement
7/7
যেমন বেগুনি এবং নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম, আবার লালের ওয়েভলেংথ সবচেয়ে বেশি হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বেগুনি এবং নীল রঙ নিজেদের ওয়েভলেংথ প্রকাশ করে এবং সারা আকাশে ছড়িয়ে পড়ে।
যেমন বেগুনি এবং নীলের ওয়েভলেংথ সবচেয়ে কম, আবার লালের ওয়েভলেংথ সবচেয়ে বেশি হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বেগুনি এবং নীল রঙ নিজেদের ওয়েভলেংথ প্রকাশ করে এবং সারা আকাশে ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
advertisement