বুধবার গভীর রাতে কুঞ্জনগর এলাকায় হাতি প্রবেশ করে। তারপরই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই রাতে সুপারি বাগান ভাঙার মড়মড় শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন দুলাল মজুমদার। কিন্তু তিনি একেবারে হাতির সামনে পড়ে যান। ঘর থেকে বেরোলেই যে বুনো হাতির সামনে পড়বেন তা সম্ভবত কল্পনাও করতে পারেননি দুলালবাবু। তৎক্ষণাৎ তাঁকে শুঁড়ে জড়িয়ে তুলে আছাড় মারে হাতি। তারপর পা দিয়ে পিষে দেয়! বছর ৪৫ এর দুলালবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
advertisement
কুঞ্জনগর এলাকাটি জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি বন দফতরকে জানান।
আরও পড়ুন: আবাসের তালিকা নিয়ে আমজনতাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিল রঘুনাথপুর ব্লক প্রশাসন
এলাকাবাসীদের অনুমান এই বুনো হাতিটি কদিন আগেই আরও দু'জনকে ইতিমধ্যে পিষে মেরেছিল। এলাকাবাসীর অনুমান যদি ঠিক হয় তবে ওই হাতি কার্যত খুনে হাতিতে পরিণত হয়েছে। সম্প্রতি মাদারিহাটে পরপর দু'দিন দু'জনকে পা দিয়ে পিষে মেরেছিল সে। তারপর সে হঠাৎই উধাও হয়ে যায়। বুধবার রাতে সেই আবার লোকালয়ে হানা দিয়েছিল বলে স্থানীয়দের দাবি। হাতির আক্রমণে একের পর এক মানুষের মৃত্যুতে আলিপুরদুয়ারের জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রবল আতঙ্কে ভুগতে শুরু করেছে।।
বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে তারা মৃত দুলাল মজুমদারের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ফালাকাটা থানার পুলিশ।
অনন্যা দে