TRENDING:

Alipurduar News: বাড়ির সামনে হাতি পিষে মারল মধ্যবয়স্ক ব্যক্তিকে, আতঙ্কে ভুগছে আলিপুরদুয়ার

Last Updated:

মাদারিহাটের পর কুঞ্জনগর, আলিপুরদুয়ারে হাতির থানায় ফের মৃত্যু। বাড়ির দরজার সামনে মধ্য বয়স্ক ব্যক্তিকে পিষে মারল দাঁতাল। ব্যাপক আতঙ্কে এলাকার মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: বাড়ির দরজার সামনে বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক মধ্যবয়স্ক ব‍্যাক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের কুঞ্জনগর এলাকায়।
advertisement

বুধবার গভীর রাতে কুঞ্জনগর এলাকায় হাতি প্রবেশ করে। তারপর‌ই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওই রাতে সুপারি বাগান ভাঙার মড়মড় শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন দুলাল মজুমদার। কিন্তু তিনি একেবারে হাতির সামনে পড়ে যান। ঘর থেকে বেরোলেই যে বুনো হাতির সামনে পড়বেন তা সম্ভবত কল্পনাও করতে পারেননি দুলালবাবু। তৎক্ষণাৎ তাঁকে শুঁড়ে জড়িয়ে তুলে আছাড় মারে হাতি। তারপর পা দিয়ে পিষে দেয়! বছর ৪৫ এর দুলালবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

advertisement

কুঞ্জনগর এলাকাটি জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি বন দফতরকে জানান।

আরও পড়ুন: আবাসের তালিকা নিয়ে আমজনতাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিল রঘুনাথপুর ব্লক প্রশাসন

এলাকাবাসীদের অনুমান এই বুনো হাতিটি কদিন আগেই আর‌ও দু'জনকে ইতিমধ্যে পিষে মেরেছিল। এলাকাবাসীর অনুমান যদি ঠিক হয় তবে ওই হাতি কার্যত খুনে হাতিতে পরিণত হয়েছে। সম্প্রতি মাদারিহাটে পরপর দু'দিন দু'জনকে পা দিয়ে পিষে মেরেছিল সে। তারপর সে হঠাৎই উধাও হয়ে যায়। বুধবার রাতে সেই আবার লোকালয়ে হানা দিয়েছিল বলে স্থানীয়দের দাবি। হাতির আক্রমণে একের পর এক মানুষের মৃত্যুতে আলিপুরদুয়ারের জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা প্রবল আতঙ্কে ভুগতে শুরু করেছে।।

advertisement

বন দফতরের তরফ থেকে জানানো হয়েছে তারা মৃত দুলাল মজুমদারের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ফালাকাটা থানার পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বাড়ির সামনে হাতি পিষে মারল মধ্যবয়স্ক ব্যক্তিকে, আতঙ্কে ভুগছে আলিপুরদুয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল