Murshidabad Awas Yojana: আবাসের তালিকা নিয়ে আমজনতাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিল রঘুনাথপুর ব্লক প্রশাসন

Last Updated:

আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির কথা সকলেরই জানা। কেন্দ্রের চাপে পড়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তালিকার প্রতিটি নাম খতিয়ে দেখা শুরু করেছে। তবে আমজনতারও যদি কোন‌ও অভিযোগ থাকে এবার তাও জানানো যাবে। আর সেই সুযোগ করে দিল মুর্শিদাবাদের রঘুনাথপুর-২ ব্লক

জনগণ আবাসের পাহারাদার!
জনগণ আবাসের পাহারাদার!
#মুর্শিদাবাদ: আবাস যোজনার তালিকা নিয়ে ব্যাপক উত্তাল হয় বাংলা। দুর্নীতির যেমন হাজারো নমুনা সামনে এসেছে, তেমনই বহু গুজব ছড়িয়েছে এই তালিকা নিয়ে। বলা হচ্ছিল বিডিও অফিস থেকে পটাপট নাম কেটে দেওয়া হচ্ছে। এই ঘটনায় মূলত কাঠগড়ায় ওঠে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্ব। এই পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের বিডিও আবাস যোজনার চূড়ান্ত তালিকা ঘোষণা করলেন।
রঘুনাথগঞ্জ-২ ব্লক অফিসে সাধারণ মানুষের সুবিধার্থে এলাকার দশটি গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার চূড়ান্ত লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে একটি কমপ্লেন বক্স-ও রাখা হয়েছে, যাতে আবাস যোজনার বাড়ি নিয়ে কোন‌ও অভিযোগ থাকলে তিনি সেখানে জানাতে পারেন। মুর্শিদাবাদ জেলার মধ্যে রঘুনাথগঞ্জ-২ ব্লক প্রথম এমন পদক্ষেপ গ্রহণ করল। এতে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করছেন শুভবুদ্ধিসম্পন্নরা।
advertisement
advertisement
এই বিষয়ে রঘুনাথগঞ্জ-২ এর জয়েন্ট বিডিও পার্থসারথি ঘটক বলেন, মূলত আবাস যোজনা নিয়ে বিক্ষোভ চলছে। এই কারণেই আমরা বিডিওর নির্দেশে চূড়ান্ত তালিকা জনগণের উদ্দেশ্যে টাঙিয়ে দিলাম। পুলিশ এবং প্রশাসন তাদের মত করে তদন্তের কাজ এখনও চালাচ্ছে। কিন্তু এই লিস্ট থাকার ফলে সাধারণ মানুষের কোন‌ও অভিযোগ থাকলে তারাও এবার সেটা কমপ্লেন বক্সে জানিয়ে যেতে পারবে। তারপর সব দিক খতিয়ে দেখে আমরা সর্বশেষ ফাইনাল লিস্ট বের করব। তারপর‌ই সবাইকে টাকা দেওয়া হবে। দুর্নীতি ঠেকাতে এবং মানুষের ক্ষোভকে মান্যতা দিয়েই বিডিওর নির্দেশে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Awas Yojana: আবাসের তালিকা নিয়ে আমজনতাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিল রঘুনাথপুর ব্লক প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement