South 24 Parganas News: অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাংসদ-বিধায়কের নাম নেই, প্রতিবাদে স্কুলের বিরুদ্ধে পোস্টার

Last Updated:

স্কুলের ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে এলাকার সংসদ ও বিধায়কের নাম না থাকায় বিতর্কে জড়াল দক্ষিণ ২৪ পরগনার শিবদাস আচার্য উচ্চবিদ্যালয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার

+
স্কুলের

স্কুলের বিরুদ্ধে পোস্টার

#দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ বারাসতের ঐতিহ্যবাহী স্কুল শিবদাস আচার্য উচ্চবিদ্যালয়। আর দিন কয়েক পরই এই স্কুলের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হবে। কিন্তু সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় বিধায়ক ও সাংসদের নাম না রাখা নিয়ে বিতর্ক বেধেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ। তাঁরা এর প্রতিবাদে নানান জায়গায় পোস্টার সেঁটে প্রতিবাদ জানালেন।
দক্ষিণ বারাসতের বিভিন্ন মোড়ে মোড়ে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে পোস্টার পড়ে। তাতে লেখা আছে, 'সাংসদ ও বিধায়কের নাম না রেখে আমন্ত্রণ জানিয়ে অপমান করা হল কেন স্কুল কর্তৃপক্ষ জবাব দাও'। এই বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবদীপ ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্য একটি ব্যাখ্যা দেন। বলেন, স্থানীয় বিধায়ক যেহেতু আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তাই তিনি নিজে বারবার আমাকে অনুরোধ করেছেন আমন্ত্রণপত্রে নাম না রাখার জন্য। প্রধান শিক্ষকের দাবি, বিধায়ক জানিয়েছেন যে আমন্ত্রণ পত্রে তাঁর প্রাক্তন শিক্ষকরা থাকবেন সেখানে তার নাম দেওয়া ধৃষ্টতার পরিচয় হবে।
advertisement
advertisement
এলাকার বিধায়ক প্রাক্তন ছাত্র হিসেবেই স্কুলের ৭৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানিয়েছেন এমনটাই দাবি শিবদাস আচার্য উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের। বিধায়কের কথাতেই তারা নাম আমন্ত্রণপত্রে রাখা হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেই সঙ্গে এলাকার সংসদের নাম আমন্ত্রণপত্রে না থাকা নিয়ে স্কুল কর্তৃপক্ষের ব্যাখ্যা, সাংসদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কার্ডে ওনার নাম নেই। কিন্তু যথাযথ সম্মান দিয়েই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সাংসদ এবং বিধায়ককে নিয়ে স্কুল কর্তৃপক্ষের এই ব্যাখ্যা মানতে রাজি নয় এলাকাবাসীর একাংশ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাংসদ-বিধায়কের নাম নেই, প্রতিবাদে স্কুলের বিরুদ্ধে পোস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement