West Bardhaman News : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় করুণ পরিণতি হল প্রাক্তন সেনা জ‌ওয়ানের

Last Updated:

প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় মেরে হাসপাতালে পাঠানো হল প্রাক্তন সেনাকর্মীকে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্ত্রী ও বন্ধু

+
title=

#পশ্চিম বর্ধমান: প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল প্রাক্তন সেনাকর্মীকে। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ওই প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও এক বন্ধু। দুর্গাপুরের ঘটনা। ইস্পাত নগরীতে আয়োজিত কল্পতরু মেলা দেখতে গিয়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরজুড়ে।
দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজ ময়দানে বিশাল কল্পতরু মেলা চলছে। বুধবার স্ত্রী ও বন্ধুকে নিয়ে ওই মেলায় যান প্রাক্তন সেনাকর্মী জয়দেব স্বর্ণকার। এক পরিচিতের দোকানে গাড়ি রাখেন। মেলা থেকে বেরিয়ে গাড়ি নিতে যাওয়ার সময় ওই প্রাক্তন সেনাকর্মী দেখেন, পাশের এক সাইকেল গ্যারাজের কর্মীরা প্রকাশ্যেই মদ্যপান করছে। অভিযোগ সেই ঘটনার প্রতিবাদ করলে লাঠি, রড নিয়ে জয়দেব স্বর্ণকারের উপর চড়াও হয় সাইকেল গ্যারেজের কর্মীরা। তাঁকে ব্যাপক মারধর করা হয়। এই সময় ওই প্রাক্তন সেনাকর্মীকে বাঁচাতে গিয়ে বেধড়ক মার খান তাঁর স্ত্রী ও বন্ধু।
advertisement
advertisement
ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আপাতত তিনজনের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল। একজন প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করেছে সকলে। সেই সঙ্গে কল্পতরু মেলা ও দুর্গাপুর শহরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল। আক্রান্ত জয়দেব স্বর্ণকারও কল্পতরু মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকায় বেশ ক্ষুব্ধ।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় করুণ পরিণতি হল প্রাক্তন সেনা জ‌ওয়ানের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement