Fishy Smell From Closed Room: তাঁর হাতের রান্নার সুখ্যাতি ছিল, অন্নপ্রাশন, বিয়েতে হাই ডিমান্ড, হঠাৎই তার বাড়ির বন্ধ দরজার পিছন থেকে যে সত্যি সামনে এল

Last Updated:
Fishy Smell From Closed Room: ঘর থেকে আসছিল তীব্র গন্ধ ভিতরে যা দেখা গেল তাতে স্তব্ধ সকলে
1/7
পশ্চিম মেদিনীপুর: ঘাটালে পুজোর রাতে চাঞ্চল্যকর ঘটনা। ঘাটাল থানার শ্যামসুন্দরপুর গ্রামে এক বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। স্থানীয়রা প্রথমে বিষয়টিকে সাধারণ গন্ধ ভেবে তেমন গুরুত্ব দেননি, কিন্তু সময় গড়াতেই গন্ধের মাত্রা বাড়তে থাকে।  Photo Courtesy- Representative (Meta AI)
পশ্চিম মেদিনীপুর: ঘাটালে পুজোর রাতে চাঞ্চল্যকর ঘটনা। ঘাটাল থানার শ্যামসুন্দরপুর গ্রামে এক বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। স্থানীয়রা প্রথমে বিষয়টিকে সাধারণ গন্ধ ভেবে তেমন গুরুত্ব দেননি, কিন্তু সময় গড়াতেই গন্ধের মাত্রা বাড়তে থাকে।  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/7
অবশেষে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক তারকনাথ মান্নাকে (বয়স ৪৮) বারবার ডাকাডাকি করেন। বহুবার ডাকার পরও কোনও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। পরে সিভিক ভলান্টিয়ারদের খবর দেওয়া হয় এবং ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
অবশেষে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক তারকনাথ মান্নাকে (বয়স ৪৮) বারবার ডাকাডাকি করেন। বহুবার ডাকার পরও কোনও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। পরে সিভিক ভলান্টিয়ারদের খবর দেওয়া হয় এবং ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
advertisement
3/7
পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ! ঘরের মেঝেতে পড়ে রয়েছে তারকনাথ মান্নার পচাগলা মৃতদেহ। তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল সেখান থেকেই। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তা ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ! ঘরের মেঝেতে পড়ে রয়েছে তারকনাথ মান্নার পচাগলা মৃতদেহ। তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল সেখান থেকেই। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তা ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।
advertisement
4/7
এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানান, তারকনাথবাবু গত তিনদিন ধরে কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। শেষবার তাঁকে তিনদিন আগেই দেখা গিয়েছিল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন, তবে কেউ বিশেষ গুরুত্ব দেননি।  Photo- Representative 
এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানান, তারকনাথবাবু গত তিনদিন ধরে কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। শেষবার তাঁকে তিনদিন আগেই দেখা গিয়েছিল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন, তবে কেউ বিশেষ গুরুত্ব দেননি।  Photo- Representative
advertisement
5/7
প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তারকবাবু। উচ্চ রক্তশর্করার (সুগার) সমস্যা ছিল, তবে নিয়মিত চিকিৎসা করতেন না। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। Photo- Representative
প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তারকবাবু। উচ্চ রক্তশর্করার (সুগার) সমস্যা ছিল, তবে নিয়মিত চিকিৎসা করতেন না। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। Photo- Representative
advertisement
6/7
জানা গেছে, তারকনাথ মান্না এলাকার অত্যন্ত জনপ্রিয় রন্ধনকারী ছিলেন। বিয়ে, অন্নপ্রাশন, নামকরণ, অষ্টমপ্রহর, হরিবাসর— সামাজিক অনুষ্ঠানে তাঁর রান্না ছিল বিশেষ আকর্ষণ। তিনি মাঝে মধ্যে চেন্নাইয়েও যেতেন কাজের সূত্রে। কয়েক মাস আগে নিজের বাড়িতেই চপ-ঘুগনির দোকান খুলেছিলেন, যা বেশ ভালই চলছিল। কিন্তু হঠাৎ করেই তিনি দোকান বন্ধ করে দেন। প্রতিবেশীরা আরও জানান, স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা ছিল না। দীর্ঘদিন ধরে স্ত্রী ও ছেলে অন্যত্র থাকতেন। Photo- Representative
জানা গেছে, তারকনাথ মান্না এলাকার অত্যন্ত জনপ্রিয় রন্ধনকারী ছিলেন। বিয়ে, অন্নপ্রাশন, নামকরণ, অষ্টমপ্রহর, হরিবাসর— সামাজিক অনুষ্ঠানে তাঁর রান্না ছিল বিশেষ আকর্ষণ। তিনি মাঝে মধ্যে চেন্নাইয়েও যেতেন কাজের সূত্রে। কয়েক মাস আগে নিজের বাড়িতেই চপ-ঘুগনির দোকান খুলেছিলেন, যা বেশ ভালই চলছিল। কিন্তু হঠাৎ করেই তিনি দোকান বন্ধ করে দেন। প্রতিবেশীরা আরও জানান, স্ত্রীর সঙ্গে তাঁর বনিবনা ছিল না। দীর্ঘদিন ধরে স্ত্রী ও ছেলে অন্যত্র থাকতেন। Photo- Representative
advertisement
7/7
 একাই থাকতেন তারকবাবু। সেই একাকীত্ব ও অসুস্থতা মিলিয়ে এমন পরিণতি হয়েছে বলেই অনুমান স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। শ্যামসুন্দরপুরের শান্ত এলাকায় পুজোর রাতে এমন মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। Input-  Mijanur Mahaman
একাই থাকতেন তারকবাবু। সেই একাকীত্ব ও অসুস্থতা মিলিয়ে এমন পরিণতি হয়েছে বলেই অনুমান স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। শ্যামসুন্দরপুরের শান্ত এলাকায় পুজোর রাতে এমন মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। Input-  Mijanur Mahaman
advertisement
advertisement
advertisement