এ’বছর দীপাবলিতে বাজিমেলায় বিক্রি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার বাজি। এই টাকার সংখ্যা আরও বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বসেছে সবুজ বাজি মেলা। পরিবেশবান্ধব বাজি বিক্রির উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত ১৪ অক্টোবর থেকে শুরু হয় এই মেলা। দীপাবলি পার করেও চলবে মেলা। দীপাবলির মেলায় এমু এগ এবং শক্তিমান বাজি বেশি পরিমাণে বিক্রি হয়েচে। বাটারফ্লাই বাজিও বিক্রি হয়েছে এই মেলায়। ব্যবসায়ীদের মতে প্রতিটি বাজি শিশুদের পছন্দের। প্রথম থেকেই ছিল চাহিদার তুঙ্গে।
advertisement
এমু এগ বাজিতে দেখা গিয়েছে দুটি এমু পাখিকে, যার সুতোতে আগুন দেওয়ার পর তা ফেটে যায়। পরবর্তীতে একটি ডিম পরে থাকে। সেটিও কিছুক্ষণের মধ্যে ফেটে রঙিন আলো বার হয়। শক্তিমান বাজিটি শক্তিমান চরিত্রের মতো মাটি থেকে আকাশ পর্যন্ত ঘুরে ঘুরে উঠে যায়। বাটারফ্লাই বাজি প্রজাপতির মত শব্দ করে এবং বিভিন্ন রং ছড়ায়। ব্যবসায়ী সুমন সাহা জানিয়েছেন, ” দীপাবলি মানে আলোর উৎসব। আলিপুরদুয়ার জেলায় দীপাবলি থেকে ছট পুজো পর্যন্ত আতসবাজি পোড়ানো হয়। শিশুরা বাজি পোড়াতে বেশি ভালবাসে। তাদের কথা মাথায় রেখেই এই মজার বাজিগুলি আনা হয়েছিল। আমরা ভাবতেও পারিনি এত বেশি পরিমাণে বিক্রি হয়ে যাবে। “