TRENDING:

Dooars Tourism: অবশেষে খুলল ডুয়ার্সের 'এই' গেট, পর্যটকরা এখানে যা দেখতে পান, আজীবন মনে থেকে যায়

Last Updated:
Dooars Tourism: প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছিল মাদারিহাট টুরিস্ট লজে যাওয়ার রাস্তা। কাঠের সেতু ভেঙে যাওয়ার কারণে ট্যুরিস্ট লজের পাশে থাকা জলদাপাড়া এক নম্বর গেটের সাফারির টিকিট না মেলায় বন্ধ ছিল সাফারি।
advertisement
1/5
অবশেষে খুলল ডুয়ার্সের 'এই' গেট, পর্যটকরা এখানে যা দেখতে পান, আজীবন মনে থেকে যায়
*মাদারিহাট, অনন্যা দে: প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছিল মাদারিহাট ট্যুরিস্ট লজে যাওয়ার রাস্তা। কাঠের সেতু ভেঙে যাওয়ার কারণে লজের পাশে থাকা জলদাপাড়া এক নম্বর গেটের সাফারির টিকিট না মেলায় বন্ধ ছিল সাফারি। আজ দুপুর দু'টো থেকে ফের শুরু হচ্ছে সাফারি, জানান হয়েছে জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে।
advertisement
2/5
*গত সপ্তাহে চালু হয়ে যায় জলদাপাড়া বন বিভাগের অন্তর্গত চিলাপাতা, কোদালবস্তি এবং শালকুমার গেট থেকে শুরু হয়ে যায় সাফারি। তবে মাদারিহাট থেকে সাফারি শুরু না হওয়ার কারণে বাড়ছিল চিন্তা গাইড ও গাড়ির চালকদের মধ্যে। তারা দেখা করেছিলেন বন বিভাগের অধিকারিকদের সঙ্গে।
advertisement
3/5
*এদিকে জোরকদমে চলছিল টিকিট কাউন্টার মেরামত ও নতুন করে মাদারিহাট টুরিস্ট লজে যাওয়ার সেতু নির্মাণের কাজ। এই কাজগুলি সম্পন্ন হতেই জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয় মাদারিহাট সাফারির জন্য পুরোপুরি প্রস্তুত।
advertisement
4/5
*মাদারিহাটের জলদাপাড়া গেট পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। সারাবছর এখানে ভিড় লেগেই থাকে পর্যটকদের। এবারেও বর্ষার তিনমাস বন্ধ থাকার পর জঙ্গল সাফারি চালু হতে পর্যটকদের ভিড় দেখা গিয়েছিল।
advertisement
5/5
*তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাদারিহাট ছেড়েছিলেন পর্যটকরা। তবে বন বিভাগের তরফ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে কোনও বিপদ না হওয়ার। স্বাভাবিক হবে এই এলাকার পর্যটন, আশা জাগছে পর্যটন ব্যবসায়ীদের মনে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dooars Tourism: অবশেষে খুলল ডুয়ার্সের 'এই' গেট, পর্যটকরা এখানে যা দেখতে পান, আজীবন মনে থেকে যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল