TRENDING:

Tourist Spots: ছোট্ট গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকরা! পাহাড়, নদীর মাঝে এই মনোরম পরিবেশে থেকে ঘুরে আসুন ২-১ দিনের ছুটিতে

Last Updated:

বছরের প্রথমেই ভিড় জমতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এই পর্যটন স্থলে। ভূটান সীমান্তবর্তী এলাকা লংকাপাড়া। এই এলাকাতেই রয়েছে ছোট পাহাড়ি এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বছরের প্রথমেই ভিড় জমতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এই পর্যটন স্থলে। ভূটান সীমান্তবর্তী এলাকা লংকাপাড়া। এই এলাকাতেই রয়েছে ছোট পাহাড়ি এলাকা। স্থানটি এখনও পর্যটন মানচিত্রে সেভাবে জায়গা করে নিতে পারেনি। এলাকার প্রাকৃতিক দৃশ‍্য দেখে এলাকার যুবকেরা এই স্থানটিকে পর্যটনের অনুকুল করে তুলেছে।
advertisement

গত বছরের ডিসেম্বর মাসে এই পর্যটন স্থলটি খুলে দেওয়া হয় পর্যটকদের জন‍্য। আশপাশের জেলা, রাজ্য থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এখানে।উন্মুক্ত আকাশ, পাহাড়ের হাতছানি, সবুজ চা গাছে ঘেরা বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলদাপাড়া জঙ্গল ,নদী, মনোরম পরিবেশ।

আরও পড়ুন: শীতের সকালে লেবু-গরম জল খাচ্ছেন? শরীরের ভাল করছেন না খারাপ? জানুন বিশেষজ্ঞের মত

advertisement

শান্ত নৈসর্গিক এই স্থানে কিছু সময় কাটাতে আলিপুরদুয়ার জেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলা ও অসম থেকেও পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই এলাকায়। সুনীল নারায়ন মজুমদার নামের এক পর্যটক জানান, ” প্রকৃতি ঢেলে সাজিয়েছে এই পর্যটন ক্ষেত্রটিকে। একসঙ্গে পাহাড়, নদী, বনাঞ্চল দেখে আমরা আপ্লুত। বীরপাড়ার মধ‍্যে এমন একটি পর্যটন ক্ষেত্র পেয়ে আমরা উপকৃত হলাম।”

advertisement

View More

আরও পড়ুন: নতুন বছরের শুরুতে পরম-পিয়া সঙ্গে বিশেষ মানুষরা! সেই ছবি নিয়েই শোরগোল নেটদুনিয়ায়

পর্যটকদের কথা মাথায় রেখে নানান সৌন্দর্যায়নের কাজও করেছেন স্থানীয়রা। তৈরি করা হয়েছে সেলফি পয়েন্টও। মূলত স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই উদ্বোধন হয়েছিল এই পর্যটনস্থলটি। এই অল্প সময়ের মধ্যেই পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়ায় এবং পর্যটকদের সমাগম হওয়ায় খুশি স্থানীয়রাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Tourist Spots: ছোট্ট গ্রামে ভিড় জমাচ্ছেন পর্যটকরা! পাহাড়, নদীর মাঝে এই মনোরম পরিবেশে থেকে ঘুরে আসুন ২-১ দিনের ছুটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল