Parambrata-Piya: নতুন বছরের শুরুতে পরম-পিয়া সঙ্গে বিশেষ মানুষরা! সেই ছবি নিয়েই শোরগোল নেটদুনিয়ায়

Last Updated:
পরম-পিয়া কীভাবে বছরের শুরুর দিনটা কাটালেন? প্রকাশ্যে এল নববর্ষের ছবি।
1/6
বিয়ের পর প্রথম নববর্ষ পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। তাঁদের বিয়েটাই ছিল একটা বড় চমক। বিয়ের আগের দিন পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেনি পরম-পিয়া।
বিয়ের পর প্রথম নববর্ষ পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। তাঁদের বিয়েটাই ছিল একটা বড় চমক। বিয়ের আগের দিন পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেনি পরম-পিয়া।
advertisement
2/6
তাঁদের বিয়ের দিন সকালে খবরটি ফাঁস হয়ে যায়। তারপর থেকে তাঁদের নানা সময়ের আপডেট জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা।
তাঁদের বিয়ের দিন সকালে খবরটি ফাঁস হয়ে যায়। তারপর থেকে তাঁদের নানা সময়ের আপডেট জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা।
advertisement
3/6
কিছু দিন আগে ২৭-এ নভেম্বর তাঁদের বিয়ের মাসপূর্তি হয়। সেদিন ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছিলেন তারকা দম্পতি৷
কিছু দিন আগে ২৭-এ নভেম্বর তাঁদের বিয়ের মাসপূর্তি হয়। সেদিন ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছিলেন তারকা দম্পতি৷
advertisement
4/6
অনুপম রায় এদিন ছিলেন যিশু সেনগুপ্তর হাউস পার্টিতে। অনেকেই মনে করছেন, অনুপমের জন্যই নাকি ডাক পাননি পরম-পিয়া। তবে এ বিষয়ের সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি।
অনুপম রায় এদিন ছিলেন যিশু সেনগুপ্তর হাউস পার্টিতে। অনেকেই মনে করছেন, অনুপমের জন্যই নাকি ডাক পাননি পরম-পিয়া। তবে এ বিষয়ের সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি।
advertisement
5/6
কাজেই পরম-পিয়া কীভাবে বছরের শুরুর দিনটা কাটালেন তা জানার আগ্রহ ছিল অনেকেরই। অবশেষে পিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে জানালেন সে কথা। ১ জানুয়ারি শহরের এক নামী চাইনিজ রেস্তোরাঁয় স্বপরিবারে ডিনারে গিয়েছিলেন নবদম্পতি। সেই ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লেখেন, ‘ ১ জানুয়ারির পরিকল্পনা… পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।
কাজেই পরম-পিয়া কীভাবে বছরের শুরুর দিনটা কাটালেন তা জানার আগ্রহ ছিল অনেকেরই। অবশেষে পিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে জানালেন সে কথা। ১ জানুয়ারি শহরের এক নামী চাইনিজ রেস্তোরাঁয় স্বপরিবারে ডিনারে গিয়েছিলেন নবদম্পতি। সেই ছবি শেয়ার করে পিয়া ক্যাপশনে লেখেন, ‘ ১ জানুয়ারির পরিকল্পনা… পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।
advertisement
6/6
সেই ছবি শেয়ার করে পিয়া ছন্দ মিলিয়ে ইংরাজিতে ক্যাপশন লেখেন। যা বাংলা করলে দাঁড়ায় ‘ ১ জানুয়ারির পরিকল্পনা…পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।
সেই ছবি শেয়ার করে পিয়া ছন্দ মিলিয়ে ইংরাজিতে ক্যাপশন লেখেন। যা বাংলা করলে দাঁড়ায় ‘ ১ জানুয়ারির পরিকল্পনা…পরিবারের সঙ্গে চাইনিজ ডিনার’।
advertisement
advertisement
advertisement