আগামী ১ এপ্রিল থেকে লাগু হবে এই নতুন নিয়ম। যদিও দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বহু দিন ধরেই এই নিয়ম চালু ছিল, সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প। আদতে মানুষের কোলাহল থেকে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের সপ্তাহের একটা দিন অব্যহতি দিতেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ওই সিদ্ধান্ত।
আরও পড়ুন: অনলাইনে আইফোন কিনতে গিয়ে ভয়ানক কাণ্ড! মোবাইলের বদলে একী পেলেন গ্রাহক!
advertisement
আরও পড়ুন:
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বনদফতর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানান সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ । এমনকি সেদিন সাফারি থেকে শুরু সব কিছু বন্ধ। শুধুমাত্র বক্সা এলাকার যারা বাসিন্দা তারা ভেতরে প্রবেশ করতে পারবে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 8:09 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Buxa Tiger Reserve : প্রতি সপ্তাহে এই বিশেষ দিনে বন্ধ থাকবে বক্সা ব্যাঘ্র প্রকল্প! জঙ্গলে যাওয়ার আগে নিয়ম জানুন