হোম /খবর /পশ্চিম বর্ধমান /
অনলাইনে আইফোন কিনতে গিয়ে ভয়ানক কাণ্ড! মোবাইলের বদলে একী পেলেন গ্রাহক!

Viral News: অনলাইনে আইফোন কিনতে গিয়ে ভয়ানক কাণ্ড! মোবাইলের বদলে একী পেলেন গ্রাহক!

X
অনলাইনে [object Object]

 Viral News: কোথায় আইফোন? অনলাইনে একী পেলেন গ্রাহক! মাথায় হাত

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম বর্ধমান: জন্মদিনে উপহার দেবে বলে অনলাইন থেকে মোবাইলের পরিবর্তে এল মাটি। নিজের ভাইয়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য আইফোন অর্ডার করেছিলেন অনলাইনে কিন্তু আইফোনের জায়গায় এলো মাটির ডেলা। কুলটি থানার অন্তর্গত বরাকর হনুমান চড়ায় ঝনকপুরা এলাকার ঘটনা এই ঘটনাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়।

জানা গেছে ঝনকপুর এলাকার বাসিন্দা শশী যাদব তার নিজের ভাই রাহুল যাদবের জন্মদিনে একটি আইফোন উপহার দেওয়ার জন্য অনলাইন সাইটে অর্ডার করেছিলেন।গত ১৪ মার্চ তিনি অনলাইনে অর্ডার করেছিলেন। প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কথা ছিল ২২ মার্চ। কিন্তু একদিন আগেই অর্থাৎ ২১ মার্চ প্রোডাক্টটি তার বাড়িতে চলে আসে।

আরও পড়ুন: শনিবারে কাটল শনির দশা! ৬০ টাকা দিয়ে পেলেন কোটি টাকা! জানুন

আরও পড়ুন:

এবং তিনি খুলতেই দেখেন আইফোনের বদলে প্যাকেটের ভেতরে রয়েছে মাটির ঢেলা ।এরপরেই এলাকাবাসীরা জানতে পেরে ঘটনাস্থলে ভিড় জমায়। কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন শশী যাদব। পুলিশ ডেলিভারি করতে আসা অভিষেক মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।এই ঘটনায় অনলাইন শপিং নিয়ে আরও একবার আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Dipak Sharma

Published by:Piya Banerjee
First published:

Tags: IPhone 14, Mobile, Viral News