হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
শনিবারে কাটল শনির দশা! ৬০ টাকা দিয়ে পেলেন কোটি টাকা! জানুন

West Bengal Lottery News: শনিবারে কাটল শনির দশা! ৬০ টাকা দিয়ে পেলেন কোটি টাকা! জানুন

কোটি টাকা জয়ী পঞ্চায়েত সচিব

কোটি টাকা জয়ী পঞ্চায়েত সচিব

West Bengal Lottery News: রাতারাতি কোটিপতি! একেই বলে ভাগ্য!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কেশপুর: রাখে লটারি তো মারে কে! লটারি কেটে কোটিপতি হলেন গ্রাম পঞ্চায়েতের সচিব।উন্নয়নের তহবিল নিয়ে কোটি টাকা ঘাঁটলেও নিজের যে এত টাকা হবে তা কোন কূলে ভাবেন নি তিনি।ডেইলি লটারিতে ঘাটালের বাসিন্দা কেশপুর ব্লকের এক পঞ্চায়েতের সচিব জিতলেন এক কোটি টাকা। মাঝেমধ্যেই ছোটখাটো পুরস্কার জিততেন তিনি। কিন্তু এ বারে একবারে ‘এক কোটি’! এত টাকা কি করবেন ভাবতে পারছেন না তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পণ্ডিত জিতেছেন ১ কোটি টাকা। কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, তা-ই ভেবে উঠতে পারছেন না। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুরে বাড়ি স্বপন বাবুর। দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত তিনি।

 আরও পড়ুন: সমাধি বাবা! হেঁটে পার হতেন বিশাল নদী! অলৌকিক ক্ষমতা অবাক করবে!

আরও পড়ুন:

প্রায়শই লটারির টিকিট কাটতেন বলে জানাচ্ছেন স্বপন বাবু। অবশেষে মিলল কোটি টাকা। তাও ষাট টাকার টিকিটে। স্বপন বাবু বলেন, গত ৩-৪ বছর ধরে লটারির টিকিট কাটতেন। এর আগে বড় পুরস্কার হিসেবে ৪৫০০০ টাকা পেয়েছেন। শনিবার ভাগ্যে জুটে কোটি টাকা। টাকা জেতার খবর পেয়ে টিকিটের নম্বর মেলান স্বপন বাবু। তবে শনিবারে শনির দশা কেটে কোটি টাকা জয়ে আনন্দিত স্বপন বাবু থেকে তার পরিবারের লোকজন।

Ranjan Chanda

Published by:Piya Banerjee
First published:

Tags: Lottery, Midnapore news, West Bengal lottery News