এখনও অবধি সড়ক হয়নি। বিভিন্ন জায়গায় পাহাড়ের ধ্বস নেমে সড়ক ভেঙ্গে গিয়েছে। স্কুল কলেজ, অফিস, বাজার, হাসপাতাল সহ বিভিন্ন দরকারি প্রয়োজনে বক্সা পাহাড়ের এই বারোটি গ্ৰামের বাসিন্দাদের পাহাড়ের পথ বেয়ে হাঁটাপথে পাহাড় থেকে নিচে আসতে হয়। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সড়ক তৈরি করা হোক। বাসিন্দারা জানান কেউ আশ্বাস দেয় সড়ক হবে, কেউ বলে রোপওয়ে হবে। কিন্তু কিছুই হয় না।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে দ্রুতগতিতে
বাসিন্দারা আরও জানান বর্তমানে পাহাড়ে জিরো পয়েন্ট অবধি গাড়ি চলাচলের সড়ক হয়েছে। আমাদের দাবি কমপক্ষে বক্সাফোর্ট ওবধি সড়ক হলেও আমাদের সমস্যা দূর হবে। বক্সা পাহাড়ের বাসিন্দারা জানান বর্তমানে ধ্বস নেমে সড়কের অবস্থা আরও ভয়ংকর হয়ে গিয়েছে। এই খারাপ সড়কের জন্য অনেক পর্যটক আসছেন না। ঘুরে চলে যাচ্ছেন সন্তলাবাড়ি থেকে। এই বিষয়ে কালচিনি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বক্সা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে। পরিবেশ আইন মেনে কাজ করতে হয়। যতটুকু করা সম্ভব সেই কাজ হচ্ছে।
Annanya Dey