Alipurduar News: কালচিনি ব্লকে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে দ্রুতগতিতে
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
গ্রামের প্রতিটি ঘরে জল পৌঁছে দিতে উদ্যোগী প্রশাসন। সেই অনুযায়ী কালচিনি ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতে চলছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। বসানো হচ্ছে পাইপ। কালচিনি ব্লক প্রশাসনের তরফে জানা গিয়েছে আগামী তিনমাসের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে জল।
#আলিপুরদুয়ার : গ্রামের প্রতিটি ঘরে জল পৌঁছে দিতে উদ্যোগী প্রশাসন। সেই অনুযায়ী কালচিনি ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতে চলছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। বসানো হচ্ছে পাইপ। কালচিনি ব্লক প্রশাসনের তরফে জানা গিয়েছে আগামী তিনমাসের মধ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে জল। কালচিনি ব্লকের মোট জনসংখ্যা ২৯৮,৪৫৮ জন। এগারোটি গ্রাম পঞ্চায়েতে কুড়ি হাজার মানুষের বসবাস। প্রায় দুশোটি বাড়ি রয়েছে প্রতিটি এলাকায়।এরমধ্যে ঘনজনবসতিপূর্ণ এলাকার সংখ্যা বেশি বলে জানা যায় ব্লক সূত্রে। সেক্ষেত্রে কাজ চালিয়ে যেতে অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে।
কিন্তু প্রতিটি ঘরের বাসিন্দা যাতে জলস্বপ্ন প্রকল্পের সুবিধা লাভ করে, সে বিষয়টি দেখা হচ্ছে বলে ব্লক প্রশাসনের তরফে জানা গিয়েছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "জেলা প্রশাসনের নির্দেশে চলছে কাজ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের ট্যাংক বসানো হয়েছে। বর্তমানে মাটি খুড়ে পাইপ বসানো চলছে।" রাজ্য বাজেটেও জল স্বপ্ন প্রকল্পের জন্য বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ১৫.৭২ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
২০২৪ সালে এই প্রকল্প সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার৷ এখনও পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ সহ অন্যন্য জেলায়, বিশেষত গ্রামাঞ্চলে পানীয় জলের সমস্যা প্রকট। গ্রীষ্মকালে তো পানীয় জলের সমস্যা চরমে ওঠে। সেই সমস্যা দূর করতে কয়েক বছর আগেই জলস্বপ্ন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
December 02, 2022 5:46 PM IST