Alipurduar News: বক্সা ফোর্ট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি তুললেন এলাকাবাসী ও পর্যটকেরা

Last Updated:

বক্সা ফোর্ট পর্যন্ত যাতায়াতের রাস্তাটি সংস্কারের দাবি তুলছে এলাকাবাসী ও পর্যটকেরা। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত‍্যন্ত ও দুর্গম এলাকা বক্সাদুয়ার। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ ফুট উঁচুতে স্থিত বক্সা পাহাড়ের ১২ টি গ্ৰাম যেখানে মুলত ডুকপা জনজাতির বসবাস।

+
title=

#আলিপুরদুয়ার : বক্সা ফোর্ট পর্যন্ত যাতায়াতের রাস্তাটি সংস্কারের দাবি তুলছে এলাকাবাসী ও পর্যটকেরা। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত‍্যন্ত ও দুর্গম এলাকা বক্সাদুয়ার। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ ফুট উঁচুতে স্থিত বক্সা পাহাড়ের ১২ টি গ্ৰাম যেখানে মুলত ডুকপা জনজাতির বসবাস। আর এই বক্সা পাহাড়ে গ্ৰামে পৌছতে হলে পাহাড়ের সরু আকাঁবাকা পথ অতিক্রম করে হাটাপথে পৌছতে হয়। বক্সা পাহাড়ের লেপচাখা, ওচুলুং, বক্সাফোর্ট, সদরবাজার, টাসিগাঁও, খাটালাইন, লালবাংলো, আদমা, চুনাভাটি, লামনা, সেউগাও ,ফুলবাড়ি এই বারোটি গ্ৰামে পৌছনো খুবই কষ্টকর।
এখনও অবধি সড়ক হয়নি। বিভিন্ন জায়গায় পাহাড়ের ধ্বস নেমে সড়ক ভেঙ্গে গিয়েছে। স্কুল কলেজ, অফিস, বাজার, হাসপাতাল সহ বিভিন্ন দরকারি প্রয়োজনে বক্সা পাহাড়ের এই বারোটি গ্ৰামের বাসিন্দাদের পাহাড়ের পথ বেয়ে হাঁটাপথে পাহাড় থেকে নিচে আসতে হয়। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সড়ক তৈরি করা হোক। বাসিন্দারা জানান কেউ আশ্বাস দেয় সড়ক হবে, কেউ বলে রোপওয়ে হবে। কিন্তু কিছুই হয় না।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে দ্রুতগতিতে
বাসিন্দারা আরও জানান বর্তমানে পাহাড়ে জিরো পয়েন্ট অবধি গাড়ি চলাচলের সড়ক হয়েছে। আমাদের দাবি কমপক্ষে বক্সাফোর্ট ওবধি সড়ক হলেও আমাদের সমস্যা দূর হবে। বক্সা পাহাড়ের বাসিন্দারা জানান বর্তমানে ধ্বস নেমে সড়কের অবস্থা আরও ভয়ংকর হয়ে গিয়েছে। এই খারাপ সড়কের জন‍্য অনেক পর্যটক আসছেন না। ঘুরে চলে যাচ্ছেন সন্তলাবাড়ি থেকে। এই বিষয়ে কালচিনি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বক্সা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের মধ‍্যে পড়ে। পরিবেশ আইন মেনে কাজ করতে হয়। যতটুকু করা সম্ভব সেই কাজ হচ্ছে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বক্সা ফোর্ট পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি তুললেন এলাকাবাসী ও পর্যটকেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement