জগৎ সেন নামে এক এলাকাবাসী জানান,”ধান কাটা হচ্ছে।অন্যদিকে শীতকালীন সবজি চাষ চলছে। এর মাঝেই বাইসন চলে এসে ফসল নষ্ট করছে। বাইসন যেভাবে দৌড় দেয় কে যাবে সামনে। ভয় লাগছে আমাদের।” জানা যায়,জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে আসে বাইসনগুলি। সকালে কুকুরের ডাক পেয়ে মাঠের সামনে এসে বাইসনগুলিকে দেখতে পান এলাকাবাসীরা।
আরও পড়ুন: রোগী রেফারের দরকার হবেনা আর, কমবে মৃত্যুহারও! জেলা হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার ইউনিট
advertisement
লোকালয়ে বাইসন দেখে তারা ভীত। মাঠ পেরলেই রয়েছে বাড়িঘর। কখন কী অঘটন ঘটবে বুঝে পাচ্ছেন না এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা থানার পুলিশ ও বনকর্মীরা। জানা গিয়েছে বাইসনগুলি তান্ডব চালিয়ে অন্যত্র চলে গিয়েছে।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 3:43 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন! ভয়ে কাঁটা ফালাকাটার বাসিন্দারা