Alipurduar News: রোগী রেফারের দরকার হবেনা আর, কমবে মৃত্যুহারও! জেলা হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার ইউনিট
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
ট্রমা কেয়ার ইউনিট খুব শীঘ্রই শুরু হতে চলেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আশঙ্কাজনক রোগীর মৃত্যুর হার কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষর।
আলিপুরদুয়ার: ট্রমা কেয়ার ইউনিট খুব শীঘ্রই শুরু হতে চলেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আশঙ্কাজনক রোগীর মৃত্যুর হার কমবে বলে আশা রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী তিন মাসের মধ্যে ট্রমা কেয়ার ইউনিট শুরু করা যাবে বলে জানালেন হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বর্তমানে রয়েছে বহির্বিভাগ,ইএনটি,অর্থপ্রেডিক্ট,গাইনো সহ অপারেশন থিয়েটর। ইমারজেন্সি ইউনিট রয়েছে তবে ট্রমা কেয়ার ইউনিট নেই। এরফলে আশঙ্কাজনক রোগী এলে রেফার করে দিতে হয় তাদের।রেফার করে দিলেই রোগীদের নিয়ে যেতে হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নয়ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুন:স্বামী বেঁচে আছেন না মৃত? করমণ্ডল দুর্ঘটনার ছ’মাস পরেও ধোঁয়াশায় কল্পনা! একমাত্র সঙ্গী ছেলে
advertisement
advertisement
এবিষয়ে হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল জানান,”ট্রমা কেয়ার ইউনিট না থাকায় নানান সমস্যা হচ্ছিল। কিন্তু এখন আর এই অসুবিধা হবে না। ট্রমা কেয়ার ইউনিটে অপারেশন থিয়েটার থাকবে। জেলার রোগীদের পরিষেবা দিতে পারব আমরা।”এই ট্রমা কেয়ার ইউনিটে স্ত্রী,পুরুষ বিভাগের পাশাপাশি বহির্বিভাগ থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসক,নার্সদের সংখ্যা বাড়বে। অতি আশঙ্কাজনক না হলে কোনও রোগীকে রেফার করা হবে না।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 5:36 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রোগী রেফারের দরকার হবেনা আর, কমবে মৃত্যুহারও! জেলা হাসপাতালে চালু হচ্ছে ট্রমা কেয়ার ইউনিট