Alipurduar News: স্বামী বেঁচে আছেন না মৃত? করমণ্ডল দুর্ঘটনার ছ'মাস পরেও ধোঁয়াশায় কল্পনা! একমাত্র সঙ্গী ছেলে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Alipurduar News: আসবে তো ফিরে? দীপকের অপেক্ষায় দিন গুজরান কল্পনার! দিন দিন বাড়ছে 'অন্ধকার'...
আলিপুরদুয়ার: স্বামী বেঁছে আছেন নাকি মারা গিয়েছেন? জানেন না কল্পনা বিশ্বাস। দুর্ঘটনার ছয় মাস কেটে গেলেও মেলেনি স্বামী দীপক বিশ্বাসের খোঁজ। এদিকে অভাব প্রতিদিনের সঙ্গী হয়েছে পরিবারের।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকে নিখোঁজ কল্পনা বিশ্বাসের স্বামী। সমস্যায় পরিবারের সদস্যরা।করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন যশোডাঙ্গার বাসিন্দা দীপক বিশ্বাস। সরকারের একমাত্র রোজগেরে নিখোঁজ। অর্ধাহারে, অনাহারে দিন কাটছে পরিবারের। আগামী দিনগুলো কী ভাবে কী হবে তা বুঝে উঠতে পারেন না কল্পনা। মনে মনে এখনও ধিকি ধিকি জ্বলছে আশার আলো। হয়ত ঠিক বেচেঁ আছেন, হয়তো শিগগিরই ফিরে আসবেন স্বামী দীপক বিশ্বাস।
advertisement
advertisement
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার যশোডাঙা এলাকার বাসিন্দা দীপক বিশ্বাস। বয়স ৪২ বছর।ভাইপো স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন রুজি রোজগারের আশায়। বাড়ি থেকে যাবার সময় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সন্মুখীন হন তাঁরা। বেশ কয়েকদিন পর ভাইপো স্বপন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হয় ট্রেন দুর্ঘটনাস্থল থেকে।
advertisement
ভাইপোর মৃতদেহ নিয়ে আসা হয় তাদের বাড়িতে। কিন্তু দীপক বিশ্বাসের কোনও খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রথম প্রথম প্রশাসনিক কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবারের পাশে থাকার। কিন্তু এখন কেউই আর আসেন না বলে জানালেন দীপক বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। তিনি জানান, “একটি বাড়িতে রান্নার কাজ করি।হাজার টাকা পাই। তা দিয়ে সংসার চালানর চেষ্টা করি।কোনও কোনও দিন না খেয়েই কাটে দিন।”
advertisement
বর্তমানে ছেলেকে নিয়ে খুবই সমস্যায় দিন কাটছে কল্পনা বিশ্বাসের। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মৃত স্বপন বিশ্বাসের পরিবারের সদস্যদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করেছে। কিন্তু তাঁর কাকা নিখোঁজ দীপক বিশ্বাসের পরিবারকে কোনওরকম আর্থিক সহযোগিতা করা হয়নি এখনও।
advertisement
বেশ কয়েকবার একমাত্র সন্তানকে নিয়ে ডিএনএ টেস্ট করার জন্য বালেশ্বরে গিয়েছেন কল্পনা। কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত জোটেনি তাদের হাতে। এমনটাই জানান কল্পনা বিশ্বাস। রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক জানান,”বিষয়টি নিয়ে কেন্দ্রে জানাব। পরিবারটি যাতে সরকারি সাহায্য পায় তা দেখা হবে।”
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 2:50 PM IST