Alipurduar News: স্বামী বেঁচে আছেন না মৃত? করমণ্ডল দুর্ঘটনার ছ'মাস পরেও ধোঁয়াশায় কল্পনা! একমাত্র সঙ্গী ছেলে

Last Updated:

Alipurduar News: আসবে তো ফিরে? দীপকের অপেক্ষায় দিন গুজরান কল্পনার! দিন দিন বাড়ছে 'অন্ধকার'...

+
দীপক

দীপক বিশ্বাসের বাড়ি

আলিপুরদুয়ার: স্বামী বেঁছে আছেন নাকি মারা গিয়েছেন? জানেন না কল্পনা বিশ্বাস। দুর্ঘটনার ছয় মাস কেটে গেলেও মেলেনি স্বামী দীপক বিশ্বাসের খোঁজ। এদিকে অভাব প্রতিদিনের সঙ্গী হয়েছে পরিবারের।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকে নিখোঁজ কল্পনা বিশ্বাসের স্বামী। সমস্যায় পরিবারের সদস‍্যরা।করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন যশোডাঙ্গার বাসিন্দা দীপক বিশ্বাস। ‌সরকারের একমাত্র রোজগেরে নিখোঁজ। অর্ধাহারে, অনাহারে দিন কাটছে পরিবারের। আগামী দিনগুলো কী ভাবে কী হবে তা বুঝে উঠতে পারেন না কল্পনা। মনে মনে এখনও ধিকি ধিকি জ্বলছে আশার আলো। হয়ত ঠিক বেচেঁ আছেন, হয়তো শিগগিরই ফিরে আসবেন স্বামী দীপক বিশ্বাস।
advertisement
advertisement
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার যশোডাঙা এলাকার বাসিন্দা দীপক বিশ্বাস। বয়স ৪২ বছর।ভাইপো স্বপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন রুজি রোজগারের আশায়। ‌ বাড়ি থেকে যাবার সময় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সন্মুখীন হন তাঁরা। বেশ কয়েকদিন পর ভাইপো স্বপন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হয় ট্রেন দুর্ঘটনাস্থল থেকে।
advertisement
ভাইপোর মৃতদেহ নিয়ে আসা হয় তাদের বাড়িতে। কিন্তু দীপক বিশ্বাসের কোনও খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। ‌প্রথম প্রথম প্রশাসনিক কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবারের পাশে থাকার। কিন্তু এখন কেউই আর আসেন না বলে জানালেন দীপক বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। তিনি জানান, “একটি বাড়িতে রান্নার কাজ করি।হাজার টাকা পাই। তা দিয়ে সংসার চালানর চেষ্টা করি।কোনও কোনও দিন না খেয়েই কাটে দিন।”
advertisement
বর্তমানে ছেলেকে নিয়ে খুবই সমস্যায় দিন কাটছে কল্পনা বিশ্বাসের। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মৃত স্বপন বিশ্বাসের পরিবারের সদস্যদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করেছে। ‌ কিন্তু তাঁর কাকা নিখোঁজ দীপক বিশ্বাসের পরিবারকে কোনওরকম আর্থিক সহযোগিতা করা হয়নি এখনও।
advertisement
বেশ কয়েকবার একমাত্র সন্তানকে নিয়ে ডিএনএ টেস্ট করার জন্য বালেশ্বরে গিয়েছেন কল্পনা। কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত জোটেনি তাদের হাতে। এমনটাই জানান কল্পনা বিশ্বাস। রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক জানান,”বিষয়টি নিয়ে কেন্দ্রে জানাব। পরিবারটি যাতে সরকারি সাহায্য পায় তা দেখা হবে।”
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: স্বামী বেঁচে আছেন না মৃত? করমণ্ডল দুর্ঘটনার ছ'মাস পরেও ধোঁয়াশায় কল্পনা! একমাত্র সঙ্গী ছেলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement