Best Age For Marriage: বিয়ের 'পারফেক্ট' বয়স '২৬'! জানাচ্ছে গবেষণা! কারণ শুনলে চমকে যাবেন...

Last Updated:
Best Age For Marriage: ঠিক কতটা বড় হলে বিয়ে করা উচিত? প্রায়ই ওঠে এই প্রশ্ন। বিয়ে জরুরি হয়ে পরে কোন বয়সে? বা বিয়ের আদর্শ বয়স কোনটি?
1/10
আসছে বিয়ের মরশুম। প্রতি বছরই সামাজিক এই বন্ধনে আবদ্ধ হন লক্ষ লক্ষ মানুষ। জীবনে চলার পথ যেন আরও সহজ ও সুন্দর হয়ে ওঠে যদি সঙ্গে থাকেন একজন উপযুক্ত সঙ্গী। মানুষ মাত্রেই সামাজিক জীব। জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য একজন মনের মতো সঙ্গী পাশে থাকার সামাজিক চাহিদা প্রতিটি মানুষেরই কম বেশি থাকে। তাই জীবনে চলার পথে মানুষ সম্পর্কে জড়িয়ে পরে, জীবনে আসে প্রেম। আসে বিয়ের মতো সামাজিক সিলমোহরও।
আসছে বিয়ের মরশুম। প্রতি বছরই সামাজিক এই বন্ধনে আবদ্ধ হন লক্ষ লক্ষ মানুষ। জীবনে চলার পথ যেন আরও সহজ ও সুন্দর হয়ে ওঠে যদি সঙ্গে থাকেন একজন উপযুক্ত সঙ্গী। মানুষ মাত্রেই সামাজিক জীব। জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য একজন মনের মতো সঙ্গী পাশে থাকার সামাজিক চাহিদা প্রতিটি মানুষেরই কম বেশি থাকে। তাই জীবনে চলার পথে মানুষ সম্পর্কে জড়িয়ে পরে, জীবনে আসে প্রেম। আসে বিয়ের মতো সামাজিক সিলমোহরও।
advertisement
2/10
বিয়ে যখনই করুন না কেন তা কতটা সফল হবে এটি নির্ভর করে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের বোঝাপড়া ও ঘনিষ্ঠতার উপর। ঠিক কতটা বড় হলে বিয়ে করা উচিত? প্রায়ই ওঠে এই প্রশ্ন। বিয়ে জরুরি হয়ে পরে কোন বয়সে? বা বিয়ের আদর্শ বয়স কোনটি এ নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক।
বিয়ে যখনই করুন না কেন তা কতটা সফল হবে এটি নির্ভর করে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের বোঝাপড়া ও ঘনিষ্ঠতার উপর। ঠিক কতটা বড় হলে বিয়ে করা উচিত? প্রায়ই ওঠে এই প্রশ্ন। বিয়ে জরুরি হয়ে পরে কোন বয়সে? বা বিয়ের আদর্শ বয়স কোনটি এ নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক।
advertisement
3/10
সাম্প্রতিক সময়ের একটি গবেষণা এক্ষেত্রে তুলে ধরেছে আশ্চর্য কিছু তথ্য যা সবাইকে চমকে দেবে নিঃসন্দেহে। গণিতভিত্তিক এই গবেষণায় গণিতবিদরা একটি ফর্মুলা বের করেছেন, যা সহজেই বলে দিতে পারবে কোন বয়সে বিয়ে করা আদর্শ বা পারফেক্ট।
সাম্প্রতিক সময়ের একটি গবেষণা এক্ষেত্রে তুলে ধরেছে আশ্চর্য কিছু তথ্য যা সবাইকে চমকে দেবে নিঃসন্দেহে। গণিতভিত্তিক এই গবেষণায় গণিতবিদরা একটি ফর্মুলা বের করেছেন, যা সহজেই বলে দিতে পারবে কোন বয়সে বিয়ে করা আদর্শ বা পারফেক্ট।
advertisement
4/10
টম গ্রিফিথ্স এবং ব্রায়ান ক্রিশচিয়ান তাদের বই ‘অ্যালগোরিদমস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’-এ একটি ফর্মুলার কথা তুলে ধরেছেন। এটি বলে দেবে কোন বয়সে বিয়ে করা সঠিক সময়।
টম গ্রিফিথ্স এবং ব্রায়ান ক্রিশচিয়ান তাদের বই ‘অ্যালগোরিদমস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’-এ একটি ফর্মুলার কথা তুলে ধরেছেন। এটি বলে দেবে কোন বয়সে বিয়ে করা সঠিক সময়।
advertisement
5/10
আর এই ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে ২৬ বছর বয়সে বিয়ে করলে সেই বিয়ে সফল হবে বেশি। কীসের ভিত্তিতে এমন আশ্চর্য দাবি? দেখা যাচ্ছে গণিত বিশেষজ্ঞদের ফর্মুলার পেছনে যুক্তি একদম ভিন্ন রকম।
আর এই ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে ২৬ বছর বয়সে বিয়ে করলে সেই বিয়ে সফল হবে বেশি। কীসের ভিত্তিতে এমন আশ্চর্য দাবি? দেখা যাচ্ছে গণিত বিশেষজ্ঞদের ফর্মুলার পেছনে যুক্তি একদম ভিন্ন রকম।
advertisement
6/10
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ৪০ বছরের মধ্যে জীবনে কিছু কাজ শেষ করতে চাইছেন। এক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যের ৩৭ শতাংশ শেষ করতে পারলেই বিয়ে করা উচিত। আবার বলা যেতে পারে, ঠিক করেছেন ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিছু করবেন, এক্ষেত্রে ২২ বছর বয়সকে বিয়ের জন্য আদর্শ হিসেবে ধরা হবে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ৪০ বছরের মধ্যে জীবনে কিছু কাজ শেষ করতে চাইছেন। এক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যের ৩৭ শতাংশ শেষ করতে পারলেই বিয়ে করা উচিত। আবার বলা যেতে পারে, ঠিক করেছেন ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কিছু করবেন, এক্ষেত্রে ২২ বছর বয়সকে বিয়ের জন্য আদর্শ হিসেবে ধরা হবে।
advertisement
7/10
২৬-এর আগে বিয়ে করলে যা হবেটম এবং ব্রায়ানের মতে ২৬ বছর বয়সের আগে বিয়ে করলে সেই দাম্পত্য জীবনে ঝগড়া সবচেয়ে বেশি হবে। কথায় কথায় দুজনের মধ্যে তর্ক হবে।
২৬-এর আগে বিয়ে করলে যা হবেটম এবং ব্রায়ানের মতে ২৬ বছর বয়সের আগে বিয়ে করলে সেই দাম্পত্য জীবনে ঝগড়া সবচেয়ে বেশি হবে। কথায় কথায় দুজনের মধ্যে তর্ক হবে।
advertisement
8/10
তবে এই তত্ত্ব অনেকে মানতে রাজি নয়। তাদের মতে, ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে সবার চরিত্রে কমবেশি বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। পছন্দ-অপছন্দ ২৬ বছরের পরও পরিবর্তন হতে পারে।
তবে এই তত্ত্ব অনেকে মানতে রাজি নয়। তাদের মতে, ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে সবার চরিত্রে কমবেশি বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। পছন্দ-অপছন্দ ২৬ বছরের পরও পরিবর্তন হতে পারে।
advertisement
9/10
এদিকে অন্য এক গবেষণায় অবশ্য দাবি করা হয়েছে যে, ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করলে সেই জুটি সুখী হবে।
এদিকে অন্য এক গবেষণায় অবশ্য দাবি করা হয়েছে যে, ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করলে সেই জুটি সুখী হবে।
advertisement
10/10
জুলাই ২০১৫ সালে, ইউটাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নিকোলাস এইচ. ওলফিঙ্গার আবিষ্কার করেন যে বিবাহবিচ্ছেদ এড়াতে বিয়ে করার জন্য সেরা বয়স হল ২৮ এবং ৩২ এর মধ্যে।উলফিঙ্গারের বিশ্লেষণে আরও জানা গিয়েছে যে ৩২ বছর বয়সের পর প্রতি বছর দম্পতির বিচ্ছেদের সম্ভাবনা ৫% বৃদ্ধি পায়।
জুলাই ২০১৫ সালে, ইউটাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নিকোলাস এইচ. ওলফিঙ্গার আবিষ্কার করেন যে বিবাহবিচ্ছেদ এড়াতে বিয়ে করার জন্য সেরা বয়স হল ২৮ এবং ৩২ এর মধ্যে।উলফিঙ্গারের বিশ্লেষণে আরও জানা গিয়েছে যে ৩২ বছর বয়সের পর প্রতি বছর দম্পতির বিচ্ছেদের সম্ভাবনা ৫% বৃদ্ধি পায়।
advertisement
advertisement
advertisement