Ration Scam News: রেশন দুর্নীতিতে ইডির তোলপাড় দাবি! 'বাকিবুর ইন্ডাস্ট্রির' কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ ফাঁস?

Last Updated:

Ration Scam News: রেশন দুর্নীতিতে ডিস্ট্রিবিউটরদের কোটি কোটি নগদ অর্থ প্রদান করেছে মিল মালিকরা, দাবী ইডির। 

রেশন দুর্নীতিতে ইডির হাতে নয়া অস্ত্র!
রেশন দুর্নীতিতে ইডির হাতে নয়া অস্ত্র!
কলকাতা: রেশন দুর্নীতিতে ডিস্ট্রিবিউটরদের কোটি কোটি নগদ অর্থ প্রদানের নথি এবার ইডির নয়া হাতিয়ার। ইডি তল্লাশির সময় রেশন দুর্নীতিতে বাজেয়াপ্ত করা নথির মধ্যে মিলেছে ” cash payments made to distributors ” লেখা নথি। ইডির দাবি, চুরির আটা বিক্রি করতে ডিস্ট্রিবিউটরদের কত কোটি টাকায়  দিচ্ছে সেই হিসেব নিজের কাছে রাখতো বাকিবুর।
একইসঙ্গে দাবি, এই অর্থ পরিমান কোটি কোটি টাকা।একইসঙ্গে রেশন দুর্নীতিতে বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে মিলেছে “open market sale  of pds Ration”  লেখা হিসাবের নথিও। ইডির দাবি, খোলা বাজারে চুরির আটা কার কাছে কত বিক্রি হচ্ছে তার হিসেব রাখতো বাকিবুর। বাকিবুরের মতো মিল মালিকরা ডিস্ট্রিবিউটরদের কোটি কোটি টাকা দিয়েছে।
advertisement
advertisement
ইডির আরও দাবি, মিল মালিক, ডিস্ট্রিবিউটর আর কিছু ব্যক্তি মিলে যোগসাজশ করে সাধারণ উপভোক্তাদের জন্য প্রাপ্য রেশন লুট করেছে। তদন্তে রেশন চুরি চক্রে যুক্ত ডিস্ট্রিবিউটরদের নামও ইডির হাতে এসেছে। কারা কারা বাকিবুরের সঙ্গে যুক্ত ছিল তার তালিকা পেয়েছে ইডি। রেশন দুর্নীতি চক্রে সব থেকে নীচের দিকে রয়েছে এই ব্যক্তিগত মালিকানাধীন ব্যক্তিরা। রেশন দুর্নীতিতে বাকিবুরের কর্মীদের তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি।
advertisement
রেশন দুর্নীতিতে বাকিবুরের সাম্রাজ্য কী ভাবে চলত এবার সেই তথ্য জানার জন্য বাকিবুরের একধিক কোম্পানির কর্মীদের তলব করল ইডি। শুক্রবার তলব করা হয় বাকিবুরের কোম্পানির কর্মীদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকিবুরের সঙ্গে কাদের যোগসাজস রয়েছে?
advertisement
কী ভাবে দুর্নীতি চলেছে? শুধু গম নয়, চাল দুর্নীতি নিয়েও তাঁদের বয়ান রেকর্ড করা হবে। ইডি সূত্রে খবর, বাকিবুর জেরায় স্বীকার করেছে যে মিল মালিকদের একটা বড় অংশ গোপনে সরাসরি এজেন্ট মারফত কম দামে কৃষকদের থেকে ধান কিনে নিত। তারপর বিভিন্ন কৃষকদের নামে সেগুলি সমবায় সমিতিতে জমা করতো। ধান জমা পরার পর মিল মালিকদের দেওয়া ভুয়ো কৃষকদের নাম এবং অ্যাকাউন্ট নম্বরে ন্যূনতম সহায়ক মূল্য বাবদ টাকা জমা পড়ে যেত।
advertisement
সেইসব অ্যাকাউন্ট থেকে তারপরে হয় নগদ টাকা তুলে নেওয়া হত নয়তো ওইসব অ্যাকাউন্ট থেকে মিল মালিকদের কাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যেত। ইডি সূত্রে খবর, বাকিবুর স্বীকার করেছে যে তিনি তার অনেক কর্মী এবং তাঁর আত্মীয় পরিবার-পরিজনদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে এই ধান কেনার কালো টাকা কামানোর জন্য ব্যবহার করেছেন।
অর্পিতা হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ration Scam News: রেশন দুর্নীতিতে ইডির তোলপাড় দাবি! 'বাকিবুর ইন্ডাস্ট্রির' কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ ফাঁস?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement