PM Modi On Team India: 'প্রিয় টিম ইন্ডিয়া...' ভারতীয় ক্রিকেট দলকে 'বার্তা' দিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী মোদি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
PM Modi On Team India: অধরাই থেকে গেল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন। দেশের মাটিতেও অস্ট্রেলিয়ার সাফল্যের কাছে হার মানতে হল টিম ইন্ডিয়াকে।
নয়াদিল্লি : অধরাই থেকে গেল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন। দেশের মাটিতেও অস্ট্রেলিয়ার সাফল্যের কাছে হার মানতে হল টিম ইন্ডিয়াকে। কিন্তু মন খারাপের মধ্যেও গোটা দেশ এক বাক্যে ‘মেন ইন ব্লু’র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে।
গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থাকলেও, ফাইনালে জয় ছিনিয়ে নিতে পারল না টিম ইন্ডিয়া। ফের বিশ্ব চ্যাম্পিয়নেই তকমা পেল অস্ট্রেলিয়া। এনিয়ে ষষ্ঠবার। তবে, অস্ট্রেলিয়ার এহেন সাফল্যের মধ্যেও ‘মেন ইন ব্লু’র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলেই। কঠিন এই সময়ে রোহিত-শর্মা বিরাট কোহলিদের পাশে থাকার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Dear Team India,
Your talent and determination through the World Cup was noteworthy. You’ve played with great spirit and brought immense pride to the nation.
We stand with you today and always.
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
advertisement
advertisement
X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “প্রিয় টিম ইন্ডিয়া, বিশ্বকাপের মাধ্যমে আপনাদের প্রতিভা এবং সংকল্প ছিল লক্ষণীয়। আপনারা সকলেই সর্বশক্তি ও উৎসাহ নিয়ে খেলেছেন এবং সমগ্র ভারতীয়দের জন্য অপরিসীম গর্বের মুহূর্ত এনে দিয়েছেন। আমরা আজ এবং সর্বদা টিম ইন্ডিয়ার সঙ্গে আছি।”
advertisement
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে রবিবার সন্ধ্য়ায় স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসনে এবং ট্র্যাভিস হেড তাদের ১০০ রানের পার্টনারশিপ উদযাপন করার সময় স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি ভিড়ের মাঝে যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 10:24 AM IST