খবর পেয়ে রেলকর্মী ও জলদাপাড়ার বনকর্মীরা ঘটনাস্থলে যান। বাইসনটি রেললাইনের দুটি ট্র্যাকের মাঝখানে পড়েছিল। বনকর্মীদের অনুমান কোনও ট্রেনের ধাক্কায় বাইসনটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। বনদফতরের জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা বাইসনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ জলদাপাড়া নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুন : এক একটি মুলোর ওজন ৫ কেজির বেশি! কোন রহস্যে রাক্ষুসে মুলোর চাষ করলেন এই কৃষক
advertisement
এর আগেও হাসিমারা এলাকায় রেললাইনের ধারে একটি বাইসনের দেহ দেখতে পাওয়া গিয়েছিল।ট্রেনের ধাক্কায় ওই বাইসনটির মৃত্যু হয়েছিল।পরিবেশপ্রেমীরা দাবি জানিয়ে আসছে জঙ্গল সংলগ্ন এলাকায় ট্রেনের গতিবেগ কমানোর।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 5:42 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের রেলগাড়িতে বিপর্যস্ত বন্যপ্রাণ, ফালাকাটায় ট্রেনের ধাক্কায় মৃত্যু বাইসনের