Giant Radishes: এক একটি মুলোর ওজন ৫ কেজির বেশি! কোন রহস্যে রাক্ষুসে মুলোর চাষ করলেন এই কৃষক

Last Updated:

Giant Radishes: ৫ কেজি ওজনের মুলো ফলিয়ে তাক লাগালেন৷ কোলেওয়াড়ি গ্রামে তাঁর জমিতে রাক্ষুসে মুলো দেখতে উপচে পড়ছে ভিড়

জ্ঞানদেব শেষরাও নেটকে তাঁর জমিতে ৫ কেজি ওজনের মুলো ফলিয়ে তাক লাগালেন
জ্ঞানদেব শেষরাও নেটকে তাঁর জমিতে ৫ কেজি ওজনের মুলো ফলিয়ে তাক লাগালেন
বীড় : খরার চোখরাঙানিকে তুচ্ছ করে মহারাষ্ট্রের বীড় জেলার চাষি জ্ঞানদেব শেষরাও নেটকে তাঁর জমিতে ৫ কেজি ওজনের মুলো ফলিয়ে তাক লাগালেন৷ কোলেওয়াড়ি গ্রামে তাঁর জমিতে রাক্ষুসে মুলো দেখতে উপচে পড়ছে ভিড়৷ কী করে সম্ভব হল এই অসম্ভব? জ্ঞানদেব জানিয়েছেন তিনি অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেছেন৷
আড়াই একর জমিতে মুলো এবং বাদাম চাষ করেছিলেন জ্ঞানদেব৷ তাঁর চাষ করা মুলোর মধ্যে ১৫ টির ওজন ৫ কেজি ছাড়িয়ে গিয়েছে৷ পড়শিরা কৌতূহলী তাঁর চাষের পদ্ধতি জানতে ৷ সাধারণত একটি মুলোর ওজন সর্বোচ্চ হয় ১ কেজি৷ সেখানে জ্ঞানদেবের মুলো ছাপিয়ে গিয়েছে ৫ কেজি ওজন৷ এই রহস্য ভেদ করতে আগ্রহী কৃষিবিশেষজ্ঞরাও৷ তিনি কী অভিনবত্ব এনেছেন তাঁর চাষে, জানতে আগ্রহী কৃষি বিশেষজ্ঞরাও৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বিরাট ঘোষণা ভারতীয় রেলের! এক ট্রেনের খবরেই লক্ষ-লক্ষ মানুষের মুখে হাসি, খুশি হবেন আপনিও
জ্ঞানদেব জানিয়েছেন তিনি অর্গ্যানিক সারে বেশি জোর দিয়েছেন৷ সেইসঙ্গে প্রচুর পরিমাণে জল নিয়মিত দিয়েছেন ক্ষেতে৷ কৃষক জ্ঞানদেবের ধারণা, অর্গ্যানিক সার ও নিয়মিত জল সিঞ্চনেই তাঁর জমির ফলন ছাপিয়ে গিয়েছে স্বাভাবিক হারকেও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Giant Radishes: এক একটি মুলোর ওজন ৫ কেজির বেশি! কোন রহস্যে রাক্ষুসে মুলোর চাষ করলেন এই কৃষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement