Viral Video: নোটের পাহাড়, গয়না, ট্রাক্টর, জমি মিলিয়ে কনেকে ৩ কোটির উপহার! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Video: রাজস্থানি বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়া হয়েছে তার নাম ‘মায়রা’৷ এই প্রথায় কনেকে উপহার দেওয়া হয় তাঁর মামাবাড়ি থেকে
নাগৌর : বিয়ের আসরে কনেকে হিসেবহীন টাকা উপহার-সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিন্দার ঝড় তুলেছে ওই ভাইরাল ভিডিও৷ জানা গিয়েছে ওই বিয়েবাড়ি রাজস্থানের নাগৌর জেলার৷ সেখানে কনের হাতে ৩ কোটি টাকার উপহার দেন তাঁর তিন মামা৷ কন্যাপক্ষ নাকি প্রায় ৮১ লক্ষ টাকা নগদ হাতে পৌঁছন বিয়েবাড়িতে৷ নগদ টাকা ছাড়াও তাঁদের কাছে জমির মালিকানার নথিপত্র, ট্রাক্টর ও মূল্যবান অলঙ্কার উপহার হিসেবে ছিল বলে শোনা গিয়েছে৷
রাজস্থানি বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়া হয়েছে তার নাম ‘মায়রা’৷ এই প্রথায় কনেকে উপহার দেওয়া হয় তাঁর মামাবাড়ি থেকে৷ মামাদের অনুপস্থিতিতে কনের ভাই বা দাদাও উপহার বৃষ্টি করেন৷ জানা গিয়েছে যাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বনওয়ারলাল পোটালিয়া এবং গেভারি দেবীর মেয়ে অনুষ্কা৷ গত ১৫ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তিনি৷ তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দাদু এবং তিন মামা৷ বুরদি গ্রাম থেকে এসেছিলেন তাঁদের আদরের অনুষ্কার বিয়েতে৷
advertisement
advertisement
फिर मायरा दहेज से अलग कैसे हुआ ? बस देने का तरीका ही अलग दिख रहा है.#Nagaur pic.twitter.com/gzVhmA9onG
— अवधेश पारीक (@Zinda_Avdhesh) March 16, 2023
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে সজ্জিত অভ্যাগতরা একটি ব্যাগ থেকে তাড়া তাড়া নোট বের করে সাজিয়ে দিচ্ছেন থালায়৷ এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, পণপ্রথা এবং মায়রার মধ্যে পার্থক্য কোথায়? তাঁদের মতে, শুধু দেওয়ার পদ্ধতিতেই আছে পার্থক্য, অন্য সবই এক৷ আবার রয়েছে ভিন্ন মতও৷ অনেকেই মনে করেন, পণপ্রথায় যে জোর জবরদস্তি আছে, সেটা নেই মায়রা প্রথায়৷ তাঁদের মতে, এই প্রথায় আছে ভালবাসা৷ আবার কিছু নেটিজেন মনে করেন তাঁদের টাকা আছে, দিচ্ছেন৷ এতে বাকিদের বলার কী আছে?
advertisement
Mayra.Garwa parivar Burdi jayal(Nagaur) Choudhary garwa Jato ne ferse etihas rcha ha। pic.twitter.com/OmaTqOcFz0
— sureshgarwa8@gmail.com so (@sureshgarwa11) March 16, 2023
আরও পড়ুন : বসন্তের বৃষ্টিপাত কলকাতায় আর কতদিন? সোমবার কেমন থাকবে আবহাওয়া, জানুন পূর্বাভাস
মত মতান্তর, তর্কের মাঝেই ভাইরাল ভিডিও৷ ট্যুইটারে ভিউজ এসেছে ২২ হাজারের বেশি৷ এই তর্ক বিতর্কের মধ্যে কনের দাদু ও দিদিমা জানিয়েছেন অনুষ্কা পরিবারের একমাত্র কন্যাসন্তান৷ তাই তাঁর বিয়েতে শখ আহ্লাদের এত জৌলুস!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 2:14 PM IST