হোম /খবর /দেশ /
নোটের পাহাড়, গয়না, ট্রাক্টর, জমি মিলিয়ে কনেকে ৩ কোটির উপহার! ভাইরাল ভিডিও

Viral Video: নোটের পাহাড়, গয়না, ট্রাক্টর, জমি মিলিয়ে কনেকে ৩ কোটির উপহার! বিয়েবাড়ির ভাইরাল ভিডিও দেখুন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Viral Video: রাজস্থানি বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়া হয়েছে তার নাম ‘মায়রা’৷ এই প্রথায় কনেকে উপহার দেওয়া হয় তাঁর মামাবাড়ি থেকে

  • Share this:

নাগৌর : বিয়ের আসরে কনেকে হিসেবহীন টাকা উপহার-সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিন্দার ঝড় তুলেছে ওই ভাইরাল ভিডিও৷ জানা গিয়েছে ওই বিয়েবাড়ি রাজস্থানের নাগৌর জেলার৷ সেখানে কনের হাতে ৩ কোটি টাকার উপহার দেন তাঁর তিন মামা৷ কন্যাপক্ষ নাকি প্রায় ৮১ লক্ষ টাকা নগদ হাতে পৌঁছন বিয়েবাড়িতে৷ নগদ টাকা ছাড়াও তাঁদের কাছে জমির মালিকানার নথিপত্র, ট্রাক্টর ও মূল্যবান অলঙ্কার উপহার হিসেবে ছিল বলে শোনা গিয়েছে৷

রাজস্থানি বিয়ের যে রীতিতে এই উপহার দেওয়া হয়েছে তার নাম ‘মায়রা’৷ এই প্রথায় কনেকে উপহার দেওয়া হয় তাঁর মামাবাড়ি থেকে৷ মামাদের অনুপস্থিতিতে কনের ভাই বা দাদাও উপহার বৃষ্টি করেন৷ জানা গিয়েছে যাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বনওয়ারলাল পোটালিয়া এবং গেভারি দেবীর মেয়ে অনুষ্কা৷ গত ১৫ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তিনি৷ তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দাদু এবং তিন মামা৷ বুরদি গ্রাম থেকে এসেছিলেন তাঁদের আদরের অনুষ্কার বিয়েতে৷

আরও পড়ুন :  সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে সজ্জিত অভ্যাগতরা একটি ব্যাগ থেকে তাড়া তাড়া নোট বের করে সাজিয়ে দিচ্ছেন থালায়৷ এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, পণপ্রথা এবং মায়রার মধ্যে পার্থক্য কোথায়? তাঁদের মতে, শুধু দেওয়ার পদ্ধতিতেই আছে পার্থক্য, অন্য সবই এক৷ আবার রয়েছে ভিন্ন মতও৷ অনেকেই মনে করেন, পণপ্রথায় যে জোর জবরদস্তি আছে, সেটা নেই মায়রা প্রথায়৷ তাঁদের মতে, এই প্রথায় আছে ভালবাসা৷ আবার কিছু নেটিজেন মনে করেন তাঁদের টাকা আছে, দিচ্ছেন৷ এতে বাকিদের বলার কী আছে?

আরও পড়ুন :  বসন্তের বৃষ্টিপাত কলকাতায় আর কতদিন? সোমবার কেমন থাকবে আবহাওয়া, জানুন পূর্বাভাস

মত মতান্তর, তর্কের মাঝেই ভাইরাল ভিডিও৷ ট্যুইটারে ভিউজ এসেছে ২২ হাজারের বেশি৷ এই তর্ক বিতর্কের মধ্যে কনের দাদু ও দিদিমা জানিয়েছেন অনুষ্কা পরিবারের একমাত্র কন্যাসন্তান৷ তাই তাঁর বিয়েতে শখ আহ্লাদের এত জৌলুস!

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Rajasthan, Wedding