IAS Officer Pari Bishnoi : সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IAS Officer Pari Bishnoi : প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার
নয়াদিল্লি : ভারতীয় পরিকাঠামোতে ইউপিএসসি-কেই সবথেকে কঠিন পরীক্ষা বলে ধরে নেওয়া হয়৷ প্রতি বছর সারা দেশ থেকে মাত্র কয়েকশো পরীক্ষার্থীই পারে এই পরীক্ষার চৌকাঠ পেরিয়ে সফল হতে৷ তাঁদের মধ্যে একজন পরী বিশ্নোই৷ প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার৷ পরীর জন্ম রাজস্থানের বিকানের জেলার কাকরা গ্রামে৷ তাঁর মা সুশীলা বর্তমানে একজন পুলিশ অফিসার৷ বাবা মণিরাম বিশ্নোই পেশায় আইনজীবী৷ পরীর ঠাকুরদা গোপীরাম তাঁদের গ্রামের সরপঞ্চের দায়িত্ব সামলেছেন চার বার৷
আজমেরের সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল থেকে পাশ করার পর তিনি দিল্লিতে যান স্নাতক স্তরের পড়াশোনা করতে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হন৷ এর পর ফের ফিরে যান রাজস্থানে৷ আজমেরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন রাষ্ট্রবিজ্ঞানে৷ এনইটি জেআরএফ উত্তীর্ণ পরী ইউপিএসসি-তে সফল হন তৃতীয় প্রয়াসে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩০ নম্বরে৷
advertisement
আরও পড়ুন : বসন্তের বৃষ্টিপাত কলকাতায় আর কতদিন? সোমবার কেমন থাকবে আবহাওয়া, জানুন পূর্বাভাস
তাঁর মা সংবাদমাধ্যমে জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির সময় সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন৷ এমনকি ব্যবহার করতেন না মোবাইল ফোনও৷ তাঁর কথায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাঁর মেয়ে সাধিকার জীবন যাপন করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন
এখন কিন্তু সামাজিক মাধ্যম থেকে আর দূরে নেই পরী৷ বরং এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ও জনপ্রিয়৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ১০৬ হাজার৷ বর্তমানে সিকিমের গ্যাংটকে কর্মরত পরী ইনস্টাগ্রামে তাঁর দৈনন্দিন জীবনের প্রচুর আপডেট দেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 1:25 PM IST