IAS Officer Pari Bishnoi : সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার

Last Updated:

IAS Officer Pari Bishnoi : প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার

প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার
প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার
নয়াদিল্লি : ভারতীয় পরিকাঠামোতে ইউপিএসসি-কেই সবথেকে কঠিন পরীক্ষা বলে ধরে নেওয়া হয়৷ প্রতি বছর সারা দেশ থেকে মাত্র কয়েকশো পরীক্ষার্থীই পারে এই পরীক্ষার চৌকাঠ পেরিয়ে সফল হতে৷ তাঁদের মধ্যে একজন পরী বিশ্নোই৷ প্রতিভা এবং কঠোর পরিশ্রমের জোরে তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একজন সফল আইএএস অফিসার৷ পরীর জন্ম রাজস্থানের বিকানের জেলার কাকরা গ্রামে৷ তাঁর মা সুশীলা বর্তমানে একজন পুলিশ অফিসার৷ বাবা মণিরাম বিশ্নোই পেশায় আইনজীবী৷ পরীর ঠাকুরদা গোপীরাম তাঁদের গ্রামের সরপঞ্চের দায়িত্ব সামলেছেন চার বার৷
আজমেরের সেন্ট মেরিজ কনভেন্ট স্কুল থেকে পাশ করার পর তিনি দিল্লিতে যান স্নাতক স্তরের পড়াশোনা করতে৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন থেকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হন৷ এর পর ফের ফিরে যান রাজস্থানে৷ আজমেরের এমডিএস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন রাষ্ট্রবিজ্ঞানে৷ এনইটি জেআরএফ উত্তীর্ণ পরী ইউপিএসসি-তে সফল হন তৃতীয় প্রয়াসে৷ সর্বভারতীয় মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩০ নম্বরে৷
advertisement
আরও পড়ুন :  বসন্তের বৃষ্টিপাত কলকাতায় আর কতদিন? সোমবার কেমন থাকবে আবহাওয়া, জানুন পূর্বাভাস
তাঁর মা সংবাদমাধ্যমে জানিয়েছেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির সময় সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন৷ এমনকি ব্যবহার করতেন না মোবাইল ফোনও৷ তাঁর কথায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাঁর মেয়ে সাধিকার জীবন যাপন করেছেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন
এখন কিন্তু সামাজিক মাধ্যম থেকে আর দূরে নেই পরী৷ বরং এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ও জনপ্রিয়৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার ১০৬ হাজার৷ বর্তমানে সিকিমের গ্যাংটকে কর্মরত পরী ইনস্টাগ্রামে তাঁর দৈনন্দিন জীবনের প্রচুর আপডেট দেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
IAS Officer Pari Bishnoi : সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement