Viral News: ২৮ বছর বয়সেই ৯ সন্তানের মা, গত ১০ বছরে প্রতি বছরই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral:কোরা জানিয়েছেন তাঁর কোনওদিন ইচ্ছে ছিল না ৯ সন্তানের মা হওয়ার
এক মহিলার কাহিনি জেনে তাজ্জব নেটিজেনরা। ২৮ বছর বয়সেই তিনি ৯ সন্তানের মা। তাঁর নাম কোরা ডিউক। প্রথম সন্তানের জন্ম দেন ২০০১ সালে, তাঁর ১৭ বছর বয়সে। তার পর দশ বছর ধরে তিনি অন্তঃসত্ত্বা থেকেছেন প্রতি বছরেই। এখনও পর্যন্ত শেষ বা নবম সন্তানের জন্ম দিয়েছেন ২০১২ সালে। ৯ সন্তানকে নিয়ে ৩৯ বছর বয়সি ওই মা এখন লাস ভেগাসের নেভাডায় থাকেন তাঁর পার্টনারের সঙ্গে। গত ২৩ বছর ধরে তিনি লিভ ইন করছেন। কোরা জানিয়েছেন তাঁর কোনওদিন ইচ্ছে ছিল না ৯ সন্তানের মা হওয়ার। তবে তিনি মনে করেন এভাবে ৯ সন্তানের মায়ের ভূমিকা পালন করা তাঁর প্রতি ঈশ্বরের আশীর্বাদ ও নির্দেশ।
তাঁর প্রথম সন্তান এলিজার বয়স ২১ বছর। তার পর শীনা, জান, কায়রো, সাইয়াহ, অ্যাভি, রোমানি এবং তাজের বয়স যথাক্রমে ২০, ১৭, ১৫, ১৪, ১৩, ১২ এবং ১০ বছর। মাতৃত্বের যাত্রাপথে একটি সন্তানকে তিনি হারিয়েওছেন। ২০০৪ সালে তাঁর কন্যাসন্তান ইউনা ২০০৪ সালে মারা যায় শিশু অবস্থায়।
আরও পড়ুন : খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী
জন্মের এক সপ্তাহ পরই হারাতে হয় সেই শিশুকন্যাকে। কোরা এবং আন্দ্রের প্রেম স্কুলজীবন থেকে। প্রথম আলাপ থিয়েটার ক্লাসে। যৌবনেই প্রথম সন্তান লাভের পরিকল্পনা করেন। কারণ তাঁরা ঠিক করে নিয়েছিলেন একসঙ্গেই কাটাবেন বাকি জীবন। তবে তাজের জন্মের পর আর সন্তান চান না কোরা ডিউক। সম্প্রতি টিউবাল লাইগেশন করিয়ে নিয়েছেন তিনি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 1:48 PM IST