Viral :খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী

Last Updated:

Viral : পথের ধারে এক কিশোর বেলুনবিক্রেতাকে বিরিয়ানি খাইয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন৷ তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনরা৷

ইসলামাবাদ : একদিকে চরম খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তান৷ সেখানেই এক তরুণীর ছোট্ট মানবিক আচরণ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ পথের ধারে দাঁড়িয়ে থাকা এক কিশোর বেলুন বিক্রেতাকে তিনি বিরিয়ানি খাইয়েছেন! সকলের জগৎ পরিবর্তন করতে না পারলেও অন্তত কিছুটা ভাল লাগা এনেছেন একজনের জীবনে৷ নেটিজেনরা সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন ওই তরুণী ফৈজা নঈমকে৷ ইনস্টাগ্রামে তাঁর বায়ো বলছে তিনি পেশায় একজন হিপনোটিস্ট এবং সমাজকর্মী৷ পথের ধারে এক কিশোর বেলুনবিক্রেতাকে বিরিয়ানি খাইয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন৷ তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনরা৷
শুধু বিরিয়ানিতেই শেষ নয়৷ এর পর তিনি কিশোর বেলুন বিক্রেতার কাছ থেকে জানতে চান তার কাছে কত টাকার বেলুন আছে৷ বলেন, যত বেলুন আছে সব তাঁকে দিয়ে দিতে৷ সব বেলুন বিনামূল্যেও দিয়ে দিতে এক কথায় রাজি হয়ে যায় ওই কিশোর৷ কিন্তু ফৈজা জানিয়ে দেন তিনি নিলে সম্পূর্ণ দাম দিয়ে তবেই কিনবেন সব বেলুন৷ সেটাই করেন তিনি৷ এর পর বেলুন বিক্রেতার আনন্দ আর দেখে কে! সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে ফৈজা লিখেছেন সেটা তাঁর জীবনের সেরা মুহূর্ত৷
advertisement
View this post on Instagram

A post shared by Faiza Naeem (@naeem.faiza)

advertisement
advertisement
View this post on Instagram
advertisement
আরও পড়ুন : ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে
সামাজিক মাধ্যমে এই ভিডিও শেয়ার করার পর ভিউজ এসেছে ১২ মিলিয়নেরও বেশি৷ শেয়ার করা হয়েছে ২ লক্ষ বারেরও বেশি৷ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে মন্তব্যের জন্য নির্ধারিত জায়গা৷ উচ্ছ্বসিত শুভেচ্ছাবার্তা পেয়ে ফৈজা কিন্তু ভুলে যাননি ওই কিশোরের নিষ্পাপ মুখ৷ তিনি আবারও খোঁজ করেন তার এবং পেয়েও যান৷ তার পর রেস্তরাঁয় নিয়ে গিয়ে পেট ভরে লাঞ্চ করান৷ তিনি জানান অনেক নেটিজেনই তাঁর কাছে ওই বেলুন বিক্রেতা সম্বন্ধে জানতে চান৷ তাই তিনি আরও এক বার ফিরে যান তার কাছে৷ রেস্তরাঁয় মুখরোচক খাবার খেয়ে বেলুনওয়ালা কিশোরের হাসিমুখে আনন্দ আর ধরে না!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral :খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement