Viral :খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral : পথের ধারে এক কিশোর বেলুনবিক্রেতাকে বিরিয়ানি খাইয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন৷ তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনরা৷
ইসলামাবাদ : একদিকে চরম খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তান৷ সেখানেই এক তরুণীর ছোট্ট মানবিক আচরণ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ পথের ধারে দাঁড়িয়ে থাকা এক কিশোর বেলুন বিক্রেতাকে তিনি বিরিয়ানি খাইয়েছেন! সকলের জগৎ পরিবর্তন করতে না পারলেও অন্তত কিছুটা ভাল লাগা এনেছেন একজনের জীবনে৷ নেটিজেনরা সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন ওই তরুণী ফৈজা নঈমকে৷ ইনস্টাগ্রামে তাঁর বায়ো বলছে তিনি পেশায় একজন হিপনোটিস্ট এবং সমাজকর্মী৷ পথের ধারে এক কিশোর বেলুনবিক্রেতাকে বিরিয়ানি খাইয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন৷ তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনরা৷
শুধু বিরিয়ানিতেই শেষ নয়৷ এর পর তিনি কিশোর বেলুন বিক্রেতার কাছ থেকে জানতে চান তার কাছে কত টাকার বেলুন আছে৷ বলেন, যত বেলুন আছে সব তাঁকে দিয়ে দিতে৷ সব বেলুন বিনামূল্যেও দিয়ে দিতে এক কথায় রাজি হয়ে যায় ওই কিশোর৷ কিন্তু ফৈজা জানিয়ে দেন তিনি নিলে সম্পূর্ণ দাম দিয়ে তবেই কিনবেন সব বেলুন৷ সেটাই করেন তিনি৷ এর পর বেলুন বিক্রেতার আনন্দ আর দেখে কে! সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে ফৈজা লিখেছেন সেটা তাঁর জীবনের সেরা মুহূর্ত৷
advertisement
advertisementadvertisementView this post on Instagramadvertisement
আরও পড়ুন : ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে
সামাজিক মাধ্যমে এই ভিডিও শেয়ার করার পর ভিউজ এসেছে ১২ মিলিয়নেরও বেশি৷ শেয়ার করা হয়েছে ২ লক্ষ বারেরও বেশি৷ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছে মন্তব্যের জন্য নির্ধারিত জায়গা৷ উচ্ছ্বসিত শুভেচ্ছাবার্তা পেয়ে ফৈজা কিন্তু ভুলে যাননি ওই কিশোরের নিষ্পাপ মুখ৷ তিনি আবারও খোঁজ করেন তার এবং পেয়েও যান৷ তার পর রেস্তরাঁয় নিয়ে গিয়ে পেট ভরে লাঞ্চ করান৷ তিনি জানান অনেক নেটিজেনই তাঁর কাছে ওই বেলুন বিক্রেতা সম্বন্ধে জানতে চান৷ তাই তিনি আরও এক বার ফিরে যান তার কাছে৷ রেস্তরাঁয় মুখরোচক খাবার খেয়ে বেলুনওয়ালা কিশোরের হাসিমুখে আনন্দ আর ধরে না!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 8:41 PM IST