Viral: ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে

Last Updated:

Viral : গত ২৮ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশন দেন "স‍ৎ বাবাকে বিয়ে করা আমার জীবনে সেরা সিদ্ধান্ত৷"

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভাইরাল হওয়ার জন্য যা খুশি করা যাবে! কার্যত এটাই এখন মূলমন্ত্র নেটদুনিয়ায়। কিছু মানুষ আছেন যাঁরা এই অন্তর্জালের ভার্চুয়াল জগতে জনপ্রিয় ও পরিচিত হওয়ার জন্য মূল্যবোধের সব কিছুই বিসর্জন দিতে পারেন। সেরকমই এক টিকটকারের কথা ভাইরাল হয়েছে সম্প্রতি। মার্কিন ওই তরুণী যাকে বলে মেগা ভাইরাল হয়ে গিয়েছেন। ওই টিকটকারের ভার্চুয়াল পরিচয় ক্রিস্টি হু। তিনি গত ২৮ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশন দেন "স‍ৎ বাবাকে বিয়ে করা আমার জীবনে সেরা সিদ্ধান্ত৷"
এর পর খুব দ্রুত তিনি মেগা ভাইরাল হয়ে যান৷ ২২.৩ মিলিয়নের থেকে বেশি ভিউজ পেয়ে যান৷ সেই ছবি দেখে সকলে ধরে নেন ছবির পুরুষ তাঁর সৎ বাবা৷ মন্তব্য আসে ১ লক্ষ ২৪ হাজারেরও বেশি৷ সেখানে অধিকাংশ মন্তব্যে তীব্র ভর্ৎসনা করা হয়েছে টিকটকার ক্রিস্টি হু-কে৷ তাতেও তিনি দমে যাননি৷ কারণ সমালোচনার সঙ্গে সঙ্গে তিনি ভাইরাল তো হয়ে গিয়েছেন৷ পরবর্তী ভিডিওতে তিনি জানান তিনি যখন প্রথম বার সৎ বাবাকে দেখেন তখন তিনি নাবালিকা ছিলেন না৷ এবং এখনও তাঁর মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক আছে৷ নিয়মিত কথাও হয়৷
advertisement
আরও পড়ুন :  রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের
এর পরই গল্পে আসল মোড়৷ কহানি মেঁ ট্যুইস্ট৷ আরও একটি ভিডিওতে তিনি ফাঁস করেন তাঁর বিয়ের আড়ালে আসল ঘটনা৷ যাঁকে বিয়ে করেছেন, তিনি মোটেও তাঁর সৎ বাবা নন৷ প্রকৃতপক্ষে তিনি তাঁর বড় দাদার বন্ধু৷ তরুণী জানান তাঁর দাদা কয়েক বছর আগে মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়৷ সে সময় দাদার বন্ধুর সঙ্গে তাঁর আলাপ হয়৷ সেই আলাপ থেকে জন্ম প্রেমের৷ লাস ভেগাসে বিয়ে করেন তাঁরা৷ তিন সন্তানও আছে তাঁদের৷
advertisement
advertisement
মার্কিন ওই তরুণী যাকে বলে মেগা ভাইরাল হয়ে গিয়েছেন মার্কিন ওই তরুণী যাকে বলে মেগা ভাইরাল হয়ে গিয়েছেন
আরও পড়ুন :  ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী
কিন্তু কেন তিনি মিথ্যা কথা লিখলেন ক্যাপশনে? জানিয়েছেন ওটা নিছক মজা করেই লিখেছিলেন৷ কারণ স্বামীর সঙ্গে তাঁর বয়সের ব্যবধান ছিল অনেকটাই৷ তিনি ভাবতেও পারেননি ওই রসিকতা এত ভাইরাল হয়ে যাবে৷ কিন্তু তাঁর এই সাফাইয়ে ভেজেনি সমালোচক নেটিজেনদের প্রতিবাদ৷ তাঁরা এখনও নিন্দায় সোচ্চার নিছক প্রচার পাওয়ার লোভে ওই তঞ্চকতার৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: ভাইরাল হওয়ার জন্য শেষে বিয়ে ‘সৎ বাবাকে’! তরুণীর তীব্র সমালোচনা নেটমহলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement