Abhishek Chatterjee: রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের

Last Updated:

Abhishek Chatterjee: কিশোরী কন্যা একনিষ্ঠ ভাবে পালন করে সব রীতিনীতি

 শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী ও মেয়ের
শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী ও মেয়ের
কলকাতা : বিষাদসিন্ধুর এক বছর পাড়ি দিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা৷ একাই বড় করে তুলছেন মেয়ে ডলকে৷ তবে তাঁর নিজের উপলব্ধি, তিনি একা নন৷ জীবনে চলার পথে পাশে সব সময় আছেন অভিষেক৷ জীবনের নানা মুহূর্তের ছবি আগেও তিনি পোস্ট করতেন সামাজিক মাধ্যমে৷ এখনও করেন৷ একমাত্র সন্তানের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে নারাজ তিনি৷
অবশ্য একইসঙ্গে এও স্বীকার করেন তাঁর মেয়ে গত এক বছরে বড় হয়ে গিয়েছে অনেকটাই৷ আদরের ডলু-ই সম্পন্ন করল তার বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর পারলৌকিক কাজ বা বাৎসরিক৷ মঙ্গলবার তার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন সংযুক্তা৷ সেখানে দেখা যাচ্ছে কিশোরী কন্যা একনিষ্ঠ ভাবে পালন করছে সব রীতিনীতি৷ অভিষেকের ফ্ল্যাটেই সম্পন্ন হয় বাৎসরিক৷ পারলৌকিক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অর্ধাঙ্গিনী সংযুক্তাও৷ সংযু্ক্তা এবং অভিষেক দুজনেই সাঁইবাবার ভক্ত৷ তাই তাঁদের কাছে ৯ এবং ১১ শুভ সংখ্যা৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন সংযুক্তা৷ মঙ্গলবার ৯ জন বাচ্চাকে তিনি খাওয়ান আপ্যায়ন করে৷
advertisement
advertisement
বাৎসরিক উপলক্ষে রজনীগন্ধায় সাজানো হয়েছিল অভিষেকের ফ্ল্যাট৷ যখন সাজানো চলছিল, সেই পর্বেরও একটি ভিডিও পোস্ট করেছেন সংযুক্তা৷ মা ও মেয়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদন দেখে আর্দ্র নেটিজেনদের চোখ এবং মন, দুই-ই৷ সমবেদনা এবং একইসঙ্গে জীবনের পথে এগিয়ে চলার শুভেচ্ছা জানিয়েছন তাঁরা৷ গত বছর ২৪ মার্চ অনুরাগীদের হতবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান অভিষেক৷ তার আগের দিনও অংশ নিয়েছিলেন রিয়েলিটি শো-এ৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন৷ পর দিন ভোরে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার৷ বয়স হয়েছিল ৫৭ বছর৷ তাঁর দেখানো পথেই মেয়েকে নিয়ে আগামি দিনগুলো কাটাতে চান সহধর্মিনী সংযুক্তা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee: রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement