Abhishek Chatterjee and Sanjukta : আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Abhishek Chatterjee and Sanjukta : ইস্মার্ট জোড়িতে অভিষেক-সংযুক্তার পর্বের অংশবিশেষ দেখে নেটিজেনদের মন আর্দ্র৷ ভিজে গিয়েছে চোখের কোণও৷
কলকাতা : ভেবেছিলেন বিয়ে করবেনই না৷ কিন্তু পরিবার ও ঘনিষ্ঠজনের জোরাজুরিতে শেষমেশ রাজি হন৷ তখন বয়স গড়িয়ে গিয়েছে ৪৫-এ৷ কী করে প্রেমে পড়লেন সংযুক্তার? তাঁদের সফল সম্পর্কের রসায়নই বা কী ছিল?( Abhishek Chatterjee and Sanjukta’s Love journey) সব মন খুলে অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে(ismart Jodi)৷ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ক্লিপ এখন ঘুরছে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে৷ ইস্মার্ট জোড়িতে অভিষেক-সংযুক্তার পর্বের অংশবিশেষ দেখে নেটিজেনদের মন আর্দ্র৷ ভিজে গিয়েছে চোখের কোণও৷
আগামী ৯ জুলাই অভিষেক-সংযুক্তার দাম্পত্যের ১৪ বছর পূর্ণ হত৷ কিন্তু তার আগেই অভিষেকের অকালবিদায়ে ভেঙে গেল জুটি৷ যে জুটি তৈরি করে দিয়েছিলেন ঈশ্বর, সেই বিশ্বাস ছিল তাঁদের দু’জনের মনেই৷ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল তাঁদের ভালবাসার ভিত্তি৷ এই ভালবাসার সন্ধান পেতে অভিষেক ঠিক করেছিলেন তিনি বিয়ে করবেন বিনোদন দুনিয়ার বাইরের কোনও মেয়েকে৷
advertisement
জীবনসঙ্গিনীর খোঁজে প্রোফাইল খুলেছিলেন ম্যাট্রিমনিয়াল সাইটে৷ সেখানেই দেখেন সংযুক্তার ছবি৷ প্রাথমিক পরিচয়ের পর দু’জনের দেখা হয় ২০০৮-এর ৩০ এপ্রিল, অভিষেকের জন্মদিনে৷ আলাপের দু একদিনের মধ্যেই ঠিক করেন তাঁরা বিয়ে করবেন ৯ জুলাই৷ অর্থাৎ আলাপের মাস দুয়েকের মধ্যেই সম্পর্ক পৌঁছয় ছাদনাতলায়৷
advertisement
আরও পড়ুন : দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান
সঞ্চালক জিতের প্রশ্নের উত্তরে সংযুক্তা জানিয়েছেন অভিষেকের দীর্ঘ সময় ধরে পুজো অর্চনার অভ্যাস তাঁর ভাল লেগেছিল৷ সাইবাবার ভক্ত সংযুক্তা ঠিক করেছিলেন কোনও সাইভক্তকেই তিনি বিয়ে করবেন৷ তিনিও বরাবর সকালে দীর্ঘক্ষণ ধরে সাইবাবার পুজো করে এসেছেন৷ অভিষেক তাঁকে জানিয়েছিলেন, তিনি মাকালীর ভক্ত এবং তিনিও প্রতিদিন অনেক ক্ষণ ধরে পুজো করেন৷ দু’জনে দু’জনের এই অভ্যাস জানার পর বিয়ের সিদ্ধান্ত নিতে আর দেরি হয়নি৷
advertisement
আরও পড়ুন : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?
২০০৮-এর ৯ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অভিষেক ও সংযুক্তা৷ তাঁদের বিয়ের অনুষ্ঠানে বরকর্তা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কিছু দিন আগে সেকথা নিজেই স্মৃতিচারণে জানিয়েছেন প্রসেনজিৎ৷ আরও অনেকের সঙ্গে আমন্ত্রিত ছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ৷ নিজের বিয়ের এটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অভিষেক৷ সেখানে দেখা যাচ্ছে প্রয়াত পরিচালককে৷
advertisement
আরও পড়ুন : সন্তানদের মধ্যে ঝগড়া থামাতে নাজেহাল? বাবা মায়েদের জন্য টিপস
বিয়ের ছবির পাশাপাশি গত বছর বিবাহবার্ষিকী পালনের ছবিও শেয়ার করেছিলেন তিনি৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে শেয়ার করা পারিবারিক অন্যান্য ছবির সঙ্গে আজ এই ছবিও ফ্রেমবন্দি স্মৃতি৷ ঠিক সেরকম স্মৃতি হয়ে গিয়েছে লিফ্টে ওঠার সময় স্ত্রীর উদ্দেশে অভিষেকের বিদায় সম্ভাষণজনিত হাত নাড়ানোর মুহূর্তও৷ প্রতি বার বাড়ি থেকে বার হওয়ার সময় রোম্যান্টিকভাবে হাত নেড়ে স্ত্রীকে বিদায় জানাতেন তিনি৷ থাকত হাল্কা আলিঙ্গনও৷ তখন কে আর ভেবেছিল এত দ্রুত চিরতরে বিদায় জানানোর পর্বও চলে আসবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 5:51 PM IST