A R Rahman in Bangladesh: দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান

Last Updated:

A R Rahman in Bangladesh: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

A R Rahman ( file photo)
A R Rahman ( file photo)
ঢাকা : রহম্যানিয়ায় বুঁদ বাংলাদেশ (A R Rahman Bangladesh concert)৷ মঙ্গলবার ঢাকায় অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অগণিত গুণমুগ্ধ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (Bangabandhu Sheikh Mujibur Rahman) এবং বাংলাদেশকে নিয়ে তাঁর গান জয় করেছে ওপার বাংলার হৃদয়৷ বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে মীরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা গিয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে৷( Sheikh Hasina)
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ অনুষ্ঠানে শেখ হাসিনা পৌঁছন রাত সাড়ে আটটা নাগাদ৷ এর পর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে শুরু হয় অনুষ্ঠান৷ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি প্রায় ২০০ জন সহশিল্পী নিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন রহমান৷
বাংলাদেশি গীতিকার জুলফিকার আলি রাসেলের লেখা এবং তাঁর নিজের সুরারোপিত ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ গানটি শোনান রহমান৷ এ ছাড়াও ‘বলো জয় বঙ্গবন্ধু’ বলে একটি গান কম্পোজ করেছেন রহমান৷ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয় গত বছর৷
advertisement
advertisement
আরও পড়ুন : খরচ কমাতে ভাজাভুজির পর ওই একই তেল আবার ব্যবহার করতে চান? জেনে নিন কীভাবে
এদিন রহমানের আগে এই অনুষ্ঠানের প্রথম পর্বে গান শোনান মমতাজ ও মাইলস৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা মালিক মুনমুন৷ এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য দুপুর থেকে দর্শকদের ঢল নামে স্টেডিয়াম ঘিরে৷ সময় যত গড়িয়েছে, তত বেড়েছে দর্শক৷ রহমানের সুরের জাদুতে আবিষ্ট হওয়ার জন্য মহার্ঘ্য টিকিট কিনতেও তাঁরা দ্বিধা করেননি৷
advertisement
আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে
অনু্ষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এ আর রহমান নিজেও৷ ক্যাপশনে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
A R Rahman in Bangladesh: দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement