Throuple Relationship: এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে

Last Updated:

একসঙ্গে থাকবেন তিন জনে৷ শুধু তাই নয়, থাকবেন বিয়ে করেই! (Throuple Relationship)

Throuple Relationship
Throuple Relationship
সম্পর্কের ক্ষেত্রে এই ছবি চেনা ছকের বাইরে৷ কিন্তু সেটাই করে ফেলেছেন ইংল্যান্ডের এক জুটি৷ তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন তাঁদের বান্ধবীকে৷ একসঙ্গে থাকবেন তিন জনে৷ শুধু তাই নয়, থাকবেন বিয়ে করেই! (Throuple Relationship)
২৫ বছর বয়সি টম ২০১৭ সালে বিয়ে করেন ২৪ বছরের লেসলিকে৷ তার পর দু’জনের কাছেই ধরা পড়ে একটি সত্য৷ তা হল, লেসলি বাইসেক্সুয়াল৷ নারী এবং পুরুষ দু’জনকেই তাঁর ভাল লাগে৷ তবে তাতে বাধা পড়েনি সম্পর্কে৷ কিন্তু তাঁদের মধ্যে এক জন মজা করে বলেন যদি সম্পর্কে তৃতীয় কাউকে আনা যায়!
আরও পড়ুন : খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
সেই তৃতীয় জন হলেন এমা কম্বার৷ দু’জনের আলাপ হয়েছিল একটি এলজিবিটি ডেটিং অ্যাপে৷ ৩১ বছর বয়সি এই দুই তরুণী কথা বলতে শুরু করেন৷ তার পর শুরু হয় দেখা করা৷ মাসখানেক পর টমের সঙ্গে এমার আলাপ করিয়ে দেন লেসলি৷ এমার ব্যক্তিত্ব ভাল লেগেছিল টমেরও৷ এবং ক্রমে তিন জনের মধ্যে সুসম্পর্কের বন্ধন তৈরি হয়৷ সম্পর্কের পরিভাষায় এই সম্পর্কের নাম হয় ‘থ্রপল’৷ ‘থ্রপল’ হল সেই সম্পর্ক যেখানে তিন জন লিপ্ত একই সম্পর্কে, ঠিক যেমন দু’জনের জুটি লিপ্ত থাকে কোনও সম্পর্কে৷ এমা, লেসলি এবং টম এ বার এনগেজড বিয়ে করার জন্য৷
advertisement
advertisement
আরও পড়ুন : চশমায় হাই পাওয়ার-সহ চোখের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে অব্যর্থ এই জাদু পানীয়
তবে তাঁদের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত সামাজিক মাধ্যম৷ অনেকেরই ধারণা, নিজেদের মাঝে তৃতীয় জনকে এনে ঠিক করেননি টম এবং লেসলি৷ অনেকেরই ইঙ্গিত, তাঁরা কোনও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি শুরু করতে চলেছেন কিনা৷ কিন্তু সে সব ধারণা নস্যাৎ করে লেসলির দাবি, তাঁরা তিনজনই তিনজনকে ভালবাসেন৷ বাড়িতে সবকিছুই একসঙ্গে শেয়ার করেন তাঁরা৷ একসঙ্গে ঘুমোন, সংসারের খরচও ব্যয় করেন একসঙ্গেই৷ দায়িত্ববান নাগরিকের মতোই তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Throuple Relationship: এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement