Personality Test: খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

Last Updated:

Personality Test: এই পার্সোনালিটি টেস্ট বলে দেবে আপনার স্বপ্ন থেকে হৃদয়ের গভীরতা পর্যন্ত৷

Personality Test
Personality Test
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম (Optical Illusion) এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন ছবি৷ আপাত দৃষ্টিতে সেটি সরল ছবি৷ কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বের অন্তর্নিহিত অর্থ৷ এই পার্সোনালিটি টেস্ট বলে দেবে আপনার স্বপ্ন থেকে হৃদয়ের গভীরতা পর্যন্ত৷ ভার্চুয়াল এই পার্সোনালিটি টেস্টে লুকিয়ে আছে তিনটি ছবি৷ কেউ হয়তো দেখছেন ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ‘এ’৷ অনেকে আবার খুঁজে পাচ্ছেন গাড়ির ছবি৷ কেউ কেউ দেখতে পাচ্ছেন দূরবিন চোখে এক গোয়েন্দাকে৷ (personality test)
ভাল করে খুঁটিয়ে দেখুন ছবিটা৷ প্রথম নজরে কী দেখতে পাচ্ছেন? যদি আপনি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ‘এ’ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার কোনও গোপন স্বপ্ন জড়িয়ে আছে এই অক্ষরের সঙ্গে৷ বিশেষজ্ঞদের মত, যদি কেউ ইংরেজি বর্ণমালার ‘এ’ অক্ষর দেখতে পান, তাহলে তাঁর মধ্যে লুকিয়ে আছে লেখক সত্তা৷ তিনি হয়তো লিখতে চান কোনও প্রেমের উপন্যাস বা বাচ্চাদের বই৷
advertisement
আরও পড়ুন : মর্নিং সিকনেসে কষ্ট পাচ্ছেন? অন্তঃসত্ত্বাদের সমস্যামুক্তির জন্য একগুচ্ছ টোটকা
যদি ছবিতে গাড়ি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনি সারা বিশ্ব ঘুরতে চান এবং জেমস বন্ডের কায়দায় উন্মোচন করতে চান বিশ্বরহস্যের৷ আপনি সেই ধরনের মানুষ, যাঁরা রোমাঞ্চের সন্ধানে বাঁচেন, কিন্তু শেষে প্রতিহত হন বাস্তবতার ধাক্কায়৷
advertisement
advertisement
আরও পড়ুন : মধুমেহ রোগে জেরবার ? চিবিয়ে খান 'ইনসুলিন গাছের' পাতা
শেষে রইল বাকি গোয়েন্দার ছবি৷ এই তিনমেশালি ছবিতে যদি আপনি কোনও গোয়েন্দাকে খুঁজে পান, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে লুকিয়ে আছে গোয়েন্দা সত্তা৷ আপনার চারপাশে যাঁরা আছেন, তাঁদের সকলের জীবনের গোপন কথা আপনি জানতে চান৷ এই অনুসন্ধিৎসা শুধুমাত্র তাঁদের ভাল করে জানার ও বোঝার জন্য৷ ইয়ং ট্যাঙ্গোর মতে, এই ধরনের মানুষ কারওর বস হতে চান না৷ কাউকে দমিয়ে রাখার ইচ্ছেও থাকে না তাঁদের৷ কিন্তু তাঁরা এমন আধার হতে চান, যাঁদের কাছে রাখা আছে সকলের গোপনতম রহস্য৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Personality Test: খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement