Personality Test: খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Personality Test: এই পার্সোনালিটি টেস্ট বলে দেবে আপনার স্বপ্ন থেকে হৃদয়ের গভীরতা পর্যন্ত৷
অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম (Optical Illusion) এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন ছবি৷ আপাত দৃষ্টিতে সেটি সরল ছবি৷ কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বের অন্তর্নিহিত অর্থ৷ এই পার্সোনালিটি টেস্ট বলে দেবে আপনার স্বপ্ন থেকে হৃদয়ের গভীরতা পর্যন্ত৷ ভার্চুয়াল এই পার্সোনালিটি টেস্টে লুকিয়ে আছে তিনটি ছবি৷ কেউ হয়তো দেখছেন ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ‘এ’৷ অনেকে আবার খুঁজে পাচ্ছেন গাড়ির ছবি৷ কেউ কেউ দেখতে পাচ্ছেন দূরবিন চোখে এক গোয়েন্দাকে৷ (personality test)
ভাল করে খুঁটিয়ে দেখুন ছবিটা৷ প্রথম নজরে কী দেখতে পাচ্ছেন? যদি আপনি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ‘এ’ দেখতে পান, তাহলে বুঝবেন আপনার কোনও গোপন স্বপ্ন জড়িয়ে আছে এই অক্ষরের সঙ্গে৷ বিশেষজ্ঞদের মত, যদি কেউ ইংরেজি বর্ণমালার ‘এ’ অক্ষর দেখতে পান, তাহলে তাঁর মধ্যে লুকিয়ে আছে লেখক সত্তা৷ তিনি হয়তো লিখতে চান কোনও প্রেমের উপন্যাস বা বাচ্চাদের বই৷
advertisement
আরও পড়ুন : মর্নিং সিকনেসে কষ্ট পাচ্ছেন? অন্তঃসত্ত্বাদের সমস্যামুক্তির জন্য একগুচ্ছ টোটকা
যদি ছবিতে গাড়ি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনি সারা বিশ্ব ঘুরতে চান এবং জেমস বন্ডের কায়দায় উন্মোচন করতে চান বিশ্বরহস্যের৷ আপনি সেই ধরনের মানুষ, যাঁরা রোমাঞ্চের সন্ধানে বাঁচেন, কিন্তু শেষে প্রতিহত হন বাস্তবতার ধাক্কায়৷
advertisement
advertisement
আরও পড়ুন : মধুমেহ রোগে জেরবার ? চিবিয়ে খান 'ইনসুলিন গাছের' পাতা
শেষে রইল বাকি গোয়েন্দার ছবি৷ এই তিনমেশালি ছবিতে যদি আপনি কোনও গোয়েন্দাকে খুঁজে পান, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে লুকিয়ে আছে গোয়েন্দা সত্তা৷ আপনার চারপাশে যাঁরা আছেন, তাঁদের সকলের জীবনের গোপন কথা আপনি জানতে চান৷ এই অনুসন্ধিৎসা শুধুমাত্র তাঁদের ভাল করে জানার ও বোঝার জন্য৷ ইয়ং ট্যাঙ্গোর মতে, এই ধরনের মানুষ কারওর বস হতে চান না৷ কাউকে দমিয়ে রাখার ইচ্ছেও থাকে না তাঁদের৷ কিন্তু তাঁরা এমন আধার হতে চান, যাঁদের কাছে রাখা আছে সকলের গোপনতম রহস্য৷
Location :
First Published :
March 29, 2022 1:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Personality Test: খুঁটিয়ে দেখে বলুন কী খুঁজে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন