এক বারের ব্যবহৃত তেল আবার ব্যবহার করার আগে ছেঁকে নিন৷ তবে গরম তেল ছাঁকবেন না৷ আগে তেল ঠান্ডা করে নিন৷ তার পর ছাঁকনি, পরিষ্কার কাপড় বা পেপার টাওয়েলে ঠান্ডা তেল ছেঁকে নিন৷ এর ফলে তেলে মিশ্রিত নানা উপকরণ আলাদা হয়ে যাবে৷ আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে তেল৷