Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?

Last Updated:

Side effects of talcum powder : ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভাল দিক হয়, তবে এর খারাপ দিকও কিছু কম নেই

Side effects of talcum powder
Side effects of talcum powder
গরমকাল মানেই পাউডারের সুবাস৷ সেইসঙ্গে স্নিগ্ধ অনুভূতি৷ গরম পড়তে না পড়তেই আমরা অনেকে যথেচ্ছ পাউডার ব্যবহার শুরু করে দিই৷ ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভাল দিক হয়, তবে এর খারাপ দিকও কিছু কম নেই৷ গরমে পাউডারের পাফে হাত দেওয়ার আগে একে একে জেনে নিই সেগুলি-(Side effects of using excess talcum powder)
ক্ষতিকর স্টার্চ-
পাউডারের গুরুত্বপূ্র্ণ উপকরণ হল স্টার্চ৷ তাই বাহুমূল বা গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অংশে ব্যবহারের ক্ষেত্রে ক্লাম্প, কেক আপের মতো সমস্যা দেখা দিতে পারে৷ তাই সংক্রমণ দূর হওয়ার বদলে নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
ত্বকের ক্ষতি-
ট্যালকম পাউডার স্কিনপোরস বন্ধ করে দেয়৷ পলে ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হতে পারে না৷ ফলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
অনেক সংস্থাই তাদের পাউডারে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর উপকরণ দেয়৷ ত্বকের একাধিক সমস্যা তথা অসুখের জন্য দায়ী অ্যাসবেস্টস৷ তাই চিকিৎসকরা ট্যালকম পাউডারের বদলে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পরামর্শ দেন অনেক সময়েই৷
advertisement
দীর্ঘ দিন ধরে গোপনাঙ্গে পাউডার ব্যবহারের ফলে মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যানসারের আশঙ্কা থেকে যায়৷
আরও পড়ুন : দেখতে ভাল, কিন্তু ওজন না কমিয়ে মোটা করে তোলে এই সব ‘খলনায়ক পানীয়’
এন্ড্রোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি-
গোপনাঙ্গে বহু দিন পাউডার দেওয়ার ফলে ইউটেরিয়ান ক্যানসারের আশঙ্কাও থাকে
তাই বলে কি গরমে পাউডার একদমই ব্যবহার করব না? তাও নয়৷ চিকিৎসকরা পরামর্শ দেন পাউডার বেশি ব্যবহার না করতে৷ অতিরিক্ত পরিমাণের বদলে কম পরিমাণে পাউডার দিন গায়ে৷ ট্যালকম পাউডারে বদলে অ্যান্টিসেপ্টিক পাউডার ব্যবহার করতে পারলে খুবই ভাল৷ তাছাড়া শরীরে ঘাম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কার্যকর অ্যান্টিসেপ্টিক পাউডার৷ পাশাপাশি ব্যবহার করা যায় ল্যাক্টো ক্যালামাইনও৷ যেখানে জলীয় অংশে পাউডার মিশ্রিতই থাকে৷ গরমে শীতল অনুভূতির জন্য ল্যাক্টো ক্যালামাইনও ভাল অপশন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement