Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?

Last Updated:

Side effects of talcum powder : ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভাল দিক হয়, তবে এর খারাপ দিকও কিছু কম নেই

Side effects of talcum powder
Side effects of talcum powder
গরমকাল মানেই পাউডারের সুবাস৷ সেইসঙ্গে স্নিগ্ধ অনুভূতি৷ গরম পড়তে না পড়তেই আমরা অনেকে যথেচ্ছ পাউডার ব্যবহার শুরু করে দিই৷ ঘামের দুর্গন্ধ দূর করা যদি পাউডারের ভাল দিক হয়, তবে এর খারাপ দিকও কিছু কম নেই৷ গরমে পাউডারের পাফে হাত দেওয়ার আগে একে একে জেনে নিই সেগুলি-(Side effects of using excess talcum powder)
ক্ষতিকর স্টার্চ-
পাউডারের গুরুত্বপূ্র্ণ উপকরণ হল স্টার্চ৷ তাই বাহুমূল বা গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অংশে ব্যবহারের ক্ষেত্রে ক্লাম্প, কেক আপের মতো সমস্যা দেখা দিতে পারে৷ তাই সংক্রমণ দূর হওয়ার বদলে নতুন করে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
ত্বকের ক্ষতি-
ট্যালকম পাউডার স্কিনপোরস বন্ধ করে দেয়৷ পলে ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হতে পারে না৷ ফলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷
advertisement
অনেক সংস্থাই তাদের পাউডারে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর উপকরণ দেয়৷ ত্বকের একাধিক সমস্যা তথা অসুখের জন্য দায়ী অ্যাসবেস্টস৷ তাই চিকিৎসকরা ট্যালকম পাউডারের বদলে অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার ব্যবহার করতে পরামর্শ দেন অনেক সময়েই৷
advertisement
দীর্ঘ দিন ধরে গোপনাঙ্গে পাউডার ব্যবহারের ফলে মহিলাদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যানসারের আশঙ্কা থেকে যায়৷
আরও পড়ুন : দেখতে ভাল, কিন্তু ওজন না কমিয়ে মোটা করে তোলে এই সব ‘খলনায়ক পানীয়’
এন্ড্রোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি-
গোপনাঙ্গে বহু দিন পাউডার দেওয়ার ফলে ইউটেরিয়ান ক্যানসারের আশঙ্কাও থাকে
তাই বলে কি গরমে পাউডার একদমই ব্যবহার করব না? তাও নয়৷ চিকিৎসকরা পরামর্শ দেন পাউডার বেশি ব্যবহার না করতে৷ অতিরিক্ত পরিমাণের বদলে কম পরিমাণে পাউডার দিন গায়ে৷ ট্যালকম পাউডারে বদলে অ্যান্টিসেপ্টিক পাউডার ব্যবহার করতে পারলে খুবই ভাল৷ তাছাড়া শরীরে ঘাম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কার্যকর অ্যান্টিসেপ্টিক পাউডার৷ পাশাপাশি ব্যবহার করা যায় ল্যাক্টো ক্যালামাইনও৷ যেখানে জলীয় অংশে পাউডার মিশ্রিতই থাকে৷ গরমে শীতল অনুভূতির জন্য ল্যাক্টো ক্যালামাইনও ভাল অপশন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Side effects of talcum powder : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement