Harmful Drinks: দেখতে ভাল, কিন্তু ওজন না কমিয়ে মোটা করে তোলে এই সব ‘খলনায়ক পানীয়’

Last Updated:

Harmful Drinks: আসুন, দেখে নেওয়া যাক কোন কোন পানীয়ে আপনার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা

মনে রাখতে হবে বিভিন্ন বেভারেজেও শুগার ও ক্যালরি মাত্রা তীব্র
মনে রাখতে হবে বিভিন্ন বেভারেজেও শুগার ও ক্যালরি মাত্রা তীব্র
যাঁরা ডায়েট কন্ট্রোল করে ওজন কমাতে চান, তাঁরা অনেক সময়েই লিক্যুইড ডায়েটের উপর নির্বর করেন৷ তবে এটা নিয়ে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে তরল ডায়েট হলেই ওজন বাড়ে না৷ কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন বেভারেজেও শুগার ও ক্যালরি মাত্রা তীব্র৷ ফলে ওজন হ্রাসের পরিবর্তে বেড়েও যেতে পারে৷ আসুন, দেখে নেওয়া যাক কোন কোন পানীয়ে আপনার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ (unhealthy drinks to stop weight loss)Summer
Aerated Drinks
এই ধরনের পানীয় বা সোডা আসলে চিনি ও ক্যালরির সমষ্টি ছাড়া আর কিছুই নয়৷ এই পানীয়ে আপনার স্বাদকোরক হয়তো পরিতৃপ্ত হতে পারে৷ পেতে পারেন বাড়তি কর্মশক্তিও৷ কিন্তু এর ফলে আপনার ওজন বেড়ে যাবে৷ তাছাড়া এই পানীয়ে আম্লিক মাত্রা অনেক বেড়ে শরীরে, ফলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
advertisement
যত বড় সংস্থারই হোক না কেন, বোতলবন্দি সব পানীয়ে প্রচুর পরিমাণ শর্করা থাকে৷ সেটা সফ্ট ড্রিঙ্কই হোক, বা বোতলবন্দি ফলের রসই হোক-এই ধরনের পানীয়ে কৃত্রিম প্রেজারভেটিভ ও শর্করা থাকে প্রচুর৷ তাই বোতলবন্দি পানীয়ের বদলে তাজা ফল ও ফলের রস পান করুন৷
advertisement
মিল্কশেকেও প্রচুর চিনি মেশানো হয়৷ কলা বা স্ট্রবেরির শেক স্বাস্থ্যকর হতে পারে৷ কিন্তু ওজন কমানোর পর্বে ভ্যানিলা বা চকোলেট মিল্ক শেক একদমই পান করা যাবে না৷
advertisement
মদ্যপানের প্রচুর খারাপ দিক আছে৷ সেগুলির মধ্যে অন্যতম হল ওজন বেড়ে যাওয়া৷ কারণ অ্যালকোহল শরীরের মেদ ঝরানোর প্রক্রিয়া মন্থর করে দেয়৷ তাছাড়া মদ্যপানের ফলে বেশি খিদে পায়৷ ফলে খাওয়াদাওয়া অনিয়মিত হয়ে ওজন বেড়ে যায়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Drinks: দেখতে ভাল, কিন্তু ওজন না কমিয়ে মোটা করে তোলে এই সব ‘খলনায়ক পানীয়’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement