White Dress: সাদা পোশাক সাদাই থাকবে, শুধু কাচার সময় মনে রাখতে হবে কিছু নিয়ম

Last Updated:

White Dress: জেনে নিন কিছু ঘরোয়া টিপস যাতে সাদা পোশাক সাদাই থাকবে৷

সাদা জামার রং ধরে রাখা খুবই কঠিন
সাদা জামার রং ধরে রাখা খুবই কঠিন
সাদা রং কখনওই আউট অব ফ্যাশন হয়ে যায় না৷ কিন্তু সাদা জামার রং ধরে রাখা খুবই কঠিন৷ বিশেষ করে যদি জলে আয়রন থাকে, তাহলে লালচে প্রভাব পড়ে যায় পোশাকে৷ জেনে নিন কিছু ঘরোয়া টিপস যাতে সাদা পোশাক সাদাই থাকবে-
ওয়াশিং মেশিনে দেওয়ার আগে সাদা পোশাক ভিজিয়ে রাখুন গরম জলে৷ তাতে দিন দু চামচ বেকিং সোডা৷ কিছু ক্ষণ এই মিশ্রণে সাদা পোশাক চুবিয়ে রাখুন৷ তার পর কেচে নিন৷
অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে সাদা পোশাক একদমই ভেজাবেন না৷ তাহলে রঙিন ছোপ লেগে যেতে পারে৷ তাছাড়া সাদা রংও ম্লান হয়ে যাবে৷
advertisement
আরও পড়ুন : খরচ কমাতে ভাজাভুজির পর ওই একই তেল আবার ব্যবহার করতে চান? জেনে নিন কীভাবে
কাপড় কাচার সাবানের উপকরণ অবশ্যই দেখে নিন৷ ডিটারজেন্টের গুণমান ঠিক হলে, সাবান যদি মৃদু হয়, তাহলে সাদা কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকবে৷
advertisement
আরও পড়ুন : লোকজনের দুঃখ কষ্ট লাঘব করতে গত ১২ বছর ধরে পাথর খেয়ে চলেছেন তিনি!
যে ধরনের পোশাক এবং তাতে যে রকমের দাগ লেগেছে, তার উপর নির্ভর করেই দাগ পরিষ্কার করুন এবং কাপড় কাচুন৷
আরও পড়ুন : প্রাণের ঝুঁকি নিয়ে খারকিভে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের
বাজারচলতি ফ্যাব্রিক সফনার কিনবেন না৷ তার পরিবর্তে ব্যবহার করুন পরিস্রুত সাদা ভিনিগার৷ জলে মিশিয়ে নিলে এতে দাগও উঠবে, আবার কাপড়ের গুণমানও ভাল থাকবে৷
advertisement
খুব কড়া রোদে সাদা পোশাক শুকোতে দেবেন না৷ একটু হাল্কা রোদে বা আলোছায়া অংশে সাদা পোশাক শুকোতে দিন৷
ইস্ত্রি করার সময় খুব বেশি গরম করবেন না আয়রন৷ পরিবর্তে ইস্ত্রি একটু কম গরম করে আয়রন করুন৷ তাহলে সাদা পোশাক ভাল থাকবে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
White Dress: সাদা পোশাক সাদাই থাকবে, শুধু কাচার সময় মনে রাখতে হবে কিছু নিয়ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement