Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের, নেটিজেনদের কুর্নিশ খারকিভের বাসিন্দাকে

Last Updated:

Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে তিনি উদ্ধার করেছেন আটটি ক্যাঙারুকে৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর সাহস ও মানবিকতায়৷

Kharkiv Zoo Kangaroos
Kharkiv Zoo Kangaroos
রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine war) যুদ্ধ ছাপিয়ে গিয়েছে এক মাস৷ তাদের কাছে যে টুকু সম্বল আছে, তাই নিয়েই প্রাণপণে প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন৷ শুধু সেনাবাহিনী নয়, নাগরিকরাও সামিল যুদ্ধে৷ কঠিন সময়ে বীরত্ব এবং সাহসের অভাব দেখা যায়নি ইউক্রেনীয়দের তরফে৷ যুদ্ধ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করছেন ইউক্রেনবাসী৷ সম্প্রতি বিভিন্ন ইউক্রেনবাসীর কাজ ভাইরাল হয়েছে৷ তাঁদের মধ্যে একজন খারকিভের বাসিন্দা৷ প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে তিনি উদ্ধার করেছেন আটটি ক্যাঙারুকে৷ নেটিজেনরা মুগ্ধ তাঁর সাহস ও মানবিকতায়৷
আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে
রুশ আক্রমণে আগুনের গ্রাসে জ্বলতে থাকে খারকিভের (Kharkiv War) ফেলম্যান ইকোপার্ক জু৷ বিপন্ন হয়ে পড়ে চিড়িয়াখানার আটটি ক্যাঙারু৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তি আটটি ক্যাঙারুকে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার করে এনে তাঁর ভ্যানে রাখছেন৷ এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল৷ রুশ বাহিনীর তরফে ক্রমাগত বোমাবর্ষণে চিড়িয়াখানাটি অসুরক্ষিত হয়ে পড়েছে পশুপ্রাণীদের কাছে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : মর্নিং সিকনেসে কষ্ট পাচ্ছেন? অন্তঃসত্ত্বাদের সমস্যামুক্তির জন্য একগুচ্ছ টোটকা
তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খারকিভের ফেলম্যান ইকোপার্ক জু৷ জানানো হয়েছে চিড়িয়াখানায় উদ্ধারপর্ব চলছে বিপন্ন পশুপ্রাণীদের উদ্ধার করার জন্য৷ গত দু’দিন ধরে চিড়িয়াখানা থেকে ক্যাঙারুদের সরানো হচ্ছে বলে জানানো হয়েছে৷ তারা সব নিরাপদেই আছে৷ রুশবাহিনীর ক্রমাগত শেলবর্ষণে বিপন্ন প্রাণীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য নাগরিক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ তাঁদের মধ্যে অনেকেই অর্থ দিয়েও সাহায্য করেছেন পশুপ্রাণীদের নিরাপদ আস্তানায় স্থানান্তরপর্বে৷ চিড়িয়াখানায় ২০০০-এর বেশি পশুপ্রাণী ছিল৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে খারকিভের অন্যতম আকর্ষণ ছিল এই পশুশালা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Kharkiv Zoo Kangaroos: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত চিড়িয়াখানা থেকে উদ্ধার ক্যাঙারুদের, নেটিজেনদের কুর্নিশ খারকিভের বাসিন্দাকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement