এক অভাবনীয় কারণে খবরের শীর্ষে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) যশপুর জেলার বাসিন্দা সন্তোষ লাকড়া৷ তাঁর দাবি, স্বর্গীয় প্রার্থনায় তিনি লোকজনের দুঃখ, কষ্ট, অসুখ, যন্ত্রণা লাঘব করতে পারেন৷ ঘরে বসে প্রার্থনা করে তিনি সকলের দুঃখ কষ্ট দূর করেন৷ তাঁর দাবি, তিনি শারীরিক ও মানসিক কষ্ট লাঘব করেন৷
তিনি হাঁটু মুড়ে প্রার্থনায় বসেন৷ সে সময় তাঁর হাঁটুর নীচে একটি করে পাথর রাখেন৷ প্রার্থনা অনুসরণ করে সন্তোষ দাবি করেন তিনি মানুষের দুঃখ ও কষ্ট লাঘব করেন৷ তার পর সন্তোষ পাথরের টুকরো গিলে ফেলেন৷ তাঁর বিশ্বাস, এই ক্ষমতা স্বার্গীয় আশীর্বাদধন্য৷ তাই পাথর গিলে খেলেও তিনি আহত হন না৷ পাথর গিলে ফেলার পরও অন্য কিছু তাঁকে খেতে হয় না৷ তাঁর যকৃৎ ভর্তি পাথরে, যেগুলি সহজেই পরিপাক হয়ে যায়৷
আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে
সন্তোষের দাবি, গত ১২ বছর ধরে ক্রমাগত পাথর খেয়ে চলেছেন তিনি৷ স্থানীয় বাসিন্দা তথা তাঁর আত্মীয় পরিজনও এই ক্ষমতায় মুগ্ধ ও বিস্মিত৷ তাঁর দাবি, এর আগে কাউকে এভাবে পাথর খেতে দেখেননি তিনি৷ তাঁর এই অভ্যাসে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন পরিজনরা৷
আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা
আরও পড়ুন : এর মধ্যে কোনটা আপনার চুল পড়ে যাওয়ার জন্য দায়ী? এখনই সতর্ক হোন
সন্তোষের স্ত্রী আলিশা লাকড়ার দাবি, এখনও অবধি তাঁর স্বামী কয়েক হাজার পাথর খেয়েছেন৷ তাঁর স্বাস্থ্যের কোনও সমস্যাও নেই৷ যেতে হয়নি চিকিৎসকের কাছেও৷ তাঁর এই ক্ষমতায় বিস্মিত চিকিৎসরাও৷ তবে ক্রমাগত পাথর ভক্ষণে জটিল সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে৷ অবসরপ্রাপ্ত সিএমএইচও সিডি বখালার মত, প্রশাসনের উচিত এই রীতি বন্ধ করা৷ কারণ সন্তোষকে অনুকরণ করতে গিয়ে আরও অন্য কেউ নিজেকে বিপদে ফেলতে পারেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhattisgarh, Viral