হোম /খবর /বিদেশ /
১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ নাতিপুতি সেই বৃদ্ধার

Offbeat: ১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ জন নাতিপুতির ঠাকুমা দিদিমা সেদিনের সেই কিশোরী

৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা

৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা

Offbeat: কিছু দিন আগে তিনি ৬০০ নম্বর প্রশাখার মুখ দেখলেন

  • Share this:

কেন্টাকি : শতবর্ষীয়া হতে বাকি আর ২ বছর৷ তার আগেই নাতি, পুতি, তাদের নাতিপুতি মিলিয়ে ৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা৷ এখন তিনি ভাইরাল নেটদুনিয়ায়৷ বৃদ্ধার নাম ম্যাডেল টেলর হকিন্স৷ কিছু দিন আগে পর্যন্ত তাঁর নাতিপুতির শাখাপ্রশাখার সংখ্যা ছিল ৫৯৯৷ তার মধ্যে ১০৬ জন নাতিনাতনি, ২২২ জন পুতি বা নাতিনাতনির সন্তান, ২৩৪ জন গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন বা পুতিদের সন্তানসন্ততি, ৩৭ জন গ্রেট গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন অর্থাৎ পুতিদের নাতিনাতনি৷ কিছু দিন আগে তিনি ৬০০ নম্বর প্রশাখার মুখ দেখলেন৷

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃদ্ধার ফোকলা মুখের তৃপ্তি৷ তাঁর বলিরেখা শীর্ণ হাত ধরে আছে ঝাভিয়া হুইটেকারকে৷ ওই সদ্যোজাতই তাঁর ৬০০ তম উত্তরসূরি৷ ম্যাডেল মেয়ের ঘরের এক পুতি গ্রেসি স্নো সেই ছবি সম্প্রতি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ সেখানে একই ফ্রেমে ধরা পড়েছে পরিবারের ৬ প্রজন্ম৷

আরও পড়ুন :  রজনীগন্ধা, ধূপের গন্ধ ও প্রদীপের আলোয় সম্পন্ন অভিষেকের বাৎসরিক শ্রাদ্ধকাজ, শ্রদ্ধার্ঘ নিবেদন স্ত্রী সংযুক্তা ও কন্যা ডলের

ম্যাডেল নিজে ১৫ বছর বয়সে বিয়ে করেন ৫০ বছর বয়সি ব্যক্তিকে৷ সেই ব্যক্তির আগের পক্ষের ১০ জন সন্তান ছিল৷ তার পরেও যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় প্রথম স্ত্রীর৷ এর পর বিয়ে করেন ম্যাডেলকে৷ ১৬ বছর বয়সে তিনি প্রথম বার মা হন৷ এর পর ক্রমে মোট ১৩ টি সন্তানের জন্ম দেন ম্যাডেল৷ তার পর কয়েক প্রজন্ম ধরে ছড়িয়েছে উত্তরসূরির শাখাপ্রশাখা৷ প্রত্যেক প্রজন্মেই মেয়েরা প্রথম সন্তান প্রসব করেছেন ১৯ বছর বয়সের আশেপাশে৷ ফলে ৯৮ বছর বয়সেই এত জন উত্তরসূরিকে দেখতে পেরেছেন ম্যাডেল৷

আরও পড়ুন :  প্রয়াত অভিনেতা হৃদমাঝারেই, সব রীতি নীতি মেনে সম্পন্ন অভিষেকের মৃত্যুবার্ষিকীর শ্রাদ্ধকাজ, রইল তার কিছু মুহূর্ত

তবে এখানেই যাত্রার শেষ চান না বৃদ্ধা৷ নিজের শতবর্ষ পূর্ণ করার পাশাপাশি পেতে চান পরিবারের আরও নতুন মুখকে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bizarre, Offbeat, USA